Katrina Kaif - Vicky Kaushal: ক্য়াটরিনা-ভিকিকে হুমকির অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার অভিযুক্ত

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কবীর খান, মিনি মাথুরদের সঙ্গে বেড়াতে যান তারকা দম্পতি। সেখান থেকে ফেরার পরই ভিক্যাটকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বলিউডে শোরগোল শুরু হয়।

Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ জুলাই: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং  ভিকি কৌশলকে (Vicky Kaushal) হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ভিক্যাটকে হমকির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় মুম্বই পুলিশের তরফে। প্রসঙ্গত ভিক্য়াটকে হুমকি দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কবীর খান, মিনি মাথুরদের সঙ্গে বেড়াতে যান তারকা দম্পতি। সেখান থেকে ফেরার পরই ভিক্যাটকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বলিউডে শোরগোল শুরু হয়।

ক্যাট, ভিকিকে হুমকির পরপরই তারকা জুটি মুম্বই পুলিশের দ্বারস্থ হন। বলি তারকাদের অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে সান্তাক্রুজ থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।



@endif