Malaika Arora Video: মালাইকাকে সব সময় অশ্লীল কটাক্ষ, 'নোংরা' আক্রমণ, তেড়ে জবাব নায়িকার

তিনি কীভাবে হাঁটবেন, চলাচল করবেন, তা নিয়েও চলে জোরদার সমালোচনা। বাড়ি থেকে বের হলেই তাঁকে বলা হয়, এখন আর তাঁর বয়স নেই। আসলে যাঁরা এসব বলেন, তাঁদের মস্তিষ্ক অকেজো হয়ে গিয়েছে, বয়স বেড়ে গিয়েছে। এবার সমালোচকদের এভাবেই পালটা জবাব দিলেন মালাইকা অরোরা।

Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ নভেম্বর:  তাঁকে নিয়ে সব সময় সমালোচনা চলে। বিচ্ছেদ হলে তাঁকে নিয়ে আলোচনা হয়। বিশেষ বন্ধুর সঙ্গে কোথাও বেরোলে, তাঁকে কটাক্ষ করা হয়। আবার বিকিনি হোক কিংবা ইভনিং গাউন, তিনি যে পোশাকই পরুন না কেন, সব সময় তাঁকে নিয়ে সমালোচনা এবং কটাক্ষ করেন এক শ্রেণির মানুষ। এমনকী, তিনি কীভাবে হাঁটবেন, চলাচল করবেন, তা নিয়েও চলে জোরদার সমালোচনা। বাড়ি থেকে বের হলেই তাঁকে বলা হয়, এখন আর তাঁর বয়স নেই। আসলে যাঁরা এসব বলেন, তাঁদের মস্তিষ্ক অকেজো হয়ে গিয়েছে, বয়স বেড়ে গিয়েছে। এবার সমালোচকদের এভাবেই পালটা জবাব দিলেন মালাইকা অরোরা (Malaika Arora)। শুধু তাই নয়, মুভিং ইন উইথ মালাইকা নামে অভিনেত্রীর যে নতুন শো আসছে, সেখানে তিনি একাধিক কটাক্ষ, সমালোচনার জবাব দেবেন বলেও জানান নায়িকা।  দেখুন কী বললেন মালাইকা অরোরা...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকাকে একাধিক সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়তে হয়। আরবাজের সংসার ভেঙে বেরনোর পর অর্জুন কাপুর (Arjun Kapoor) তাঁর ছেলের বয়সী বলে একাধিক সময় নোংরা এবং অশ্লীল কটাক্ষের মুখে পড়তে হয় বলিউডের এই অভিনেত্রীকে। যা নিয়ে কখনও তাঁকে মুখ খুলতে দেখা যায়নি।

তবে এবার নয়া শোয়ের হাত ধরে মালাইকা সমস্ত কটাক্ষ এবং সমালোচনার জবাব দেবেন বলেই মনে করা হচ্ছে।