Malaika Arora Video: ক্যামেরার সামনে হাঁটছেন মালাইকা, 'ঊরফি কি আম্মা' বলে কটাক্ষ নায়িকাকে

মালাইকার পোশাক এবং হাঁটাচলা দেখে তাঁকে 'ঊরফি কি আম্মা' বলেও কটাক্ষ করা হয়। যদিও প্রত্যেকবারের মত এবারও মালাইকা সমালোচকদের পাত্তা না দিয়েই নিজের কাজে মগ্ন হয়ে পড়েন।

Malaika Arora, Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বর: ফের কটাক্ষ মালাইকা অরোরাকে (Malaika Arora)। বুধবার সকালে মালাইকা অরোরা যখনই নিজের যোগকেন্দ্রে হাজির হন, সেই সময় পাপারাৎজির ক্যামেরায় বন্দি হন তিনি। মালাইকা যেভাবে হাঁটছেন, তা নিয়ে কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। প্রত্যেকবারের মত এবারও মালাইকার পোশাক এবং তাঁর চালচলন নিয়ে কটাক্ষ করা হয়। মালাইকার পোশাক এবং হাঁটাচলা দেখে তাঁকে 'ঊরফি কি আম্মা' (Uorfi Javed) বলেও কটাক্ষ করা হয়। যদিও প্রত্যেকবারের মত এবারও মালাইকা সমালোচকদের পাত্তা না দিয়েই নিজের কাজে মগ্ন হয়ে পড়েন। সম্প্রতি মালাইকা অরোরার একটি শো শুরু হয়েছে। 'মুভিং ইন উইথ মালাইকা' নামে ওই শোয়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের অনেক কিছু সামনে আসছে। যেখানে আর পাঁচজন সাধারণ মানুষর মতই যে ছঁইয়া ছঁইয়া তারকা নিজের জীবনের সঙ্গেও বহু লড়াই করে বি টাউনে নিজের জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: Malaika Arora-Arbaaz Khan Video: ছেলে আরহানকে দেখে আবেগপ্লুত মালাইকা, আরবাজ, দেখুন

 

View this post on Instagram

 

প্রসঙ্গত মুভিং ইন উইথ মালাইকা-তে ছেলে আরহান খান থেকে শুরু করে বিশেষ বন্ধু অর্জুন কাপুর, মালাইকার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের তুলে আনা হচ্ছে। এমনকী মালাইকার নয়া শো নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান অভিনেত্রীর প্রিয় বন্ধু তথা বলিউড তারকা করিনা কাপুর খানও (kareena Kapoor Khan)।