Liger: বিপাকে ‘লাইগার’ পরিচালক, ইডি-ই মুখোমুখি পুরী জগন্নাথ
মুম্বই, ১৮ নভেম্বরঃ ছবি তৈরি করে বিপাকে ‘লাইগার’ (Liger) চলচ্চিত্রের পরিচালক পুরী জগন্নাথ (Puri Jagannadh)। ইডির সমন পেলেন দক্ষিণী পরিচালক পুরী জগন্নাথ (Puri Jagannadh) এবং অভিনেত্রী তথা প্রযোজক চর্মি কৌর। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (Foreign Exchange Management Act) লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়েছে ছবিতে। এমনই অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে। ছবির বিনিয়োগ নিয়ে খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখার জন্যে পরিচালক এবং প্রযোজকের কাছে ১৫ দিন আগে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নোটিশ অনুযায়ী গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজির হন তারা। সকাল ৮ টায় ইডি অফিসে পৌঁছান পুরী এবং চর্মি। টানা ১২ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। কথোপকথনে উঠে আসে নানা তথ্য। ইডি সূত্রে খবর, দুবাই থেকে কালো টাকা সাদা করে এনে সেই অর্থ বিনিয়োগ করা হয়েছিল ‘লাইগার’ ছবিতে। ‘লাইগার’এ বিনিয়োগ করা অর্থ নিয়ে কংগ্রেস নেতা বক্কা জুড়সন পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। কংগ্রেস নেতার কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে তদন্তে নামেন পুলিশ। আর তদন্ত চলাকালীনই জানা যায়, ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (Foreign Exchange Management Act) লঙ্ঘন করে দুবাই থেকে কালো টাকা সাদ করে এনে তা বিনিয়োগ করা হয়েছিল ‘লাইগার’ (Liger) ছবিতে। বিবাহ বার্ষিকীতে অর্পিতা খানকে আদুরে বার্তা আয়ূষের
প্রসঙ্গত, ‘লাইগার’ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকন্ডা (Vijay Deverajonda) এবং অন্যন্যা পান্ডে (Ananya Panday))। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছেন বিজয়। অন্যদিকে ‘লাইগার’ ছিল অন্যন্যা পান্ডের সাইথ এন্ট্রি। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আমেরিকার বিশ্ববরেণ্য বক্সার মাইক টাইসনকে (Mike Tyson)। ছবির অন্যতম প্রযোজক ছিলেন করণ জোহার (Karan Johar)। ‘লাইগার’ নিয়ে দর্শক এবং নির্মাতাদের মধ্যে প্রচুর প্রত্যাশা করলেও, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল পুরী জগন্নাথের ছবি।
উল্লেখ্য, এই প্রথমবার পুরী এবং চর্মিকে ইডি ডেকে পাঠিয়েছে এমনটা নয়। গত বছরে মাদক চক্রে জড়িয়ে পড়ার কারনে ইডির ডাক পেয়েছিলেন দুজনে। বছর ঘুরতে না ঘুরতে আবারও ইডি-র তলব।