Kuttey Trailer: জঙ্গলে শিকারের খোঁজে সাত ‘কুত্তে’, প্রকাশ্যে ডার্ক থ্রিলার ছবির ট্রেলার 

Kuttey Trailer (Photo Credits: YouTube)

মুম্বই, ২০ নভেম্বরঃ ‘জঙ্গলের একটাই নিয়ম। হয় শিকার করো, নয়তো শিকার হও’। মঙ্গলবার প্রকাশ্যে এল আসমান ভরদ্বাজ (Aasmaan Bhardwaj) পরিচালিত ছবি ‘কুত্তে’র ট্রেলার (Kuttey Trailer)। ট্রেলারের শুরুর সংলাপেই দর্শকদের মন জয় করলেন নবিশ পরিচালক। সাত ‘কুত্তে’র রোমাঞ্চে ভরা ছবির ট্রেলার নজর কাড়ল দর্শকের। থ্রিলের পাশাপাশি কমেডির ছোঁয়াও ছবিতে রেখেছেন পরিচালক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor), তাবু (Tabu), নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah), রাধিকা মদন (Radhika Madan) , কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma)। জঙ্গলে শিকারের খোঁজে এগিয়ে কোন ‘কুত্তে’ (Kuttey)? বান্ধবী সাবা, ২ ছেলেকে নিয়ে ছুটিতে হৃতিক রোশন, ট্রোলের মুখে অভিনেতা

ডার্ক থ্রিলার ছবির প্রতি দর্শকদের ঝোঁক বরাবরের। এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক করছেন বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) ছেলে আসমান ভরদ্বাজ। যদিও এর আগে বাবার বহু ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন আসমান। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি। জানা যাচ্ছে, ২০২৩ এর ১৩ জানুয়ারি বড় পর্দায় আসছে ‘কুত্তে’ (Kuttey)।   বছরের শেষে মুক্তি পাবে অজয়-টাবু অভিনীত ভোলা, ছবির লুক শেয়ার করে জানালেন নির্দেশক নিজেই

দেখুন 'কুত্তে'র ট্রেলারঃ