Alia Bhatt In Koffee With Karan: বিয়ের পর রণবীরের সঙ্গে 'ঠোকাঠুকি'? কী জানালেন আলিয়া

পর্দার রানি জানান, রাহা জীবনে আসার পর থেকে রণবীর সব সময় ওর সঙ্গেই সময় কাটান বাড়িতে। রাহাকে কোলে নেওয়া থেকে শুরু করে, তাকে নিয়ে ঘোরা, রণবীর সব সময় সবকিছু নিজের হাতেই সামলাতে চান বলেও জানান আলিয়া।

Alia Bhatt, Ranbir Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ নভেম্বর: আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের বিবাহিত জীবন কেমন? কফি উইফ করণে হাজির হয়ে সঞ্চালকের এমন প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। যার উত্তরে আলিয়া বলেন, প্রত্যেক সপ্তাহে তাঁদের ঘিরে নতুন নতুন সব গুজব ছড়াতে শুরু করে। বার বার তিনি এসব গুজব শোনেন আর কাটিয়ে ওঠেন। গুজবে তিনি কখনও পাত্তা দিতে চান না বলে জানান আলিয়া। এসবের পাশাপাশি পর্দার রানি আরও জানান, রাহা জীবনে আসার পর থেকে রণবীর সব সময় ওর সঙ্গেই সময় কাটান বাড়িতে। রাহাকে কোলে নেওয়া থেকে শুরু করে, তাকে নিয়ে ঘোরা, রণবীর সব সময় সবকিছু নিজের হাতেই সামলাতে চান বলেও জানান আলিয়া।

রাহাকে নিয়েই তাঁদের দুজনের মধ্যে একবার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রণবীর রাহাকে কোলে নিতে চাইলে, আলিয়াও মেয়েকে কাছে পেতে চান। যা নিয়ে দুজনের মধ্যে রাগারাগি হয়। বিষয়টি শুনে উত্তর দেন করিনা। তিনি বলেন, এমন হলে, তাঁদের আরও এক সন্তানের কথা ভাবা উচিত। দুই সন্তান তাঁদের ২ জনের কাছে থাকবে বলে মন্তব্য করেন করিনা কাপুর খান।



@endif