Kaun Banega Crorepati 13: রণবীরকে নিয়ে অমিতাভের কাছে দীপিকার অভিযোগ, ভাইরাল ভিডিয়ো

দিপ্পী বলেন, বিয়ের পর থেকে রণবীর বলে যাচ্ছেন, দীপিকাকে তিনি প্রাতঃরাশ বানিয়ে খাওয়াবেন। তবে এখনও পর্যন্ত তা হয়নি। যা শুনে কউন বনেগা ক্রোড়পতির মঞ্চ থেকে রণবীর সিংকে ফোন করেন অমিতাভ বচ্চন।

Deepika Padukone, Amitabh Bachchan (Photo Credit: Deepika Padukone, Amitabh Bachchan/Instagram)

মুম্বই,৭ সেপ্টেম্বর: রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করলেন দীপিকা পাড়ুকোন। কউন বনেগা ক্রোড়পতি ১৩-র মঞ্চে অমিতাভ বচ্চনের ( Amitabh Bachchan) সামনে বসে স্বামীকে নিয়ে অভিযোগ করলেন দীপিকা।

দিপ্পী বলেন, বিয়ের পর থেকে রণবীর বলে যাচ্ছেন, দীপিকাকে তিনি প্রাতঃরাশ বানিয়ে খাওয়াবেন। তবে এখনও পর্যন্ত তা হয়নি। যা শুনে কউন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati 13) মঞ্চ থেকে রণবীর সিংকে (Ranveer Singh) ফোন করেন অমিতাভ বচ্চন। বিগ বি-র মুখে ওই কথা শুনে রণবীর জানান, এবার অমিতাভজি যখন বলেছেন, তখন তিনি দীপ্পিকে কোলে বসিয়ে ওমলেট খাওয়াবেন। যা শুনে ফারহা খান পালটা মন্তব্য করেন। তিনি বলেন, ওমলেট খাওয়াতে বলেছেন, স্ত্রীকে কোলে বসাতে বলেননি।

দেখুন কউন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভের সঙ্গে দীপিকাকে...

 

 

View this post on Instagram

 

পিকু-তে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ওই সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে দীপিকার বাবা-মেয়ের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।

এদিকে বর্তমানে দীপিকা ব্যস্ত পাঠান নিয়ে। শাহরুখের (Shah Rukh Khan) বিপরীতে পাঠানে অভিনয় করছেন তিনি। পাঠানের পাশাপাশি হৃতিক রোশনের সঙ্গেও পরবর্তী ছবিতে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা।