Kartik Aaryan Birthday: জন্মদিনে মা-বাবকে সঙ্গে নিয়ে সিদ্ধি-বিনায়ক মন্দিরে কার্তিক, ছেঁকে ধরল ভক্তরা, দেখুন ভিডিয়ো

Kartik Aaryan at Siddhivinayak Temple (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ নভেম্বরঃ  জন্মদিনে মা-বাবাকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan Birthday))। ২২ নভেম্বর অভিনেতার জন্মদিন। এদিন ৩২ বছরে পা দিলেন ‘ভুল ভুলাইয়া টু’ (Bhool Bhulaiyaa 2) তারকা কার্তিক আরিয়ান।

মঙ্গলবার জন্মদিন (Kartik Aaryan Birthday) উপলক্ষ্যে মা-বাবাকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে (Mumbai Siddhivinayak Temple) আশীর্বাদ নিতে পৌঁছালেন অভিনেতা। পাপারাৎজির (Paparazzi) ক্যামেরায় ধরা পড়ল সেই মুহুর্ত। সাদা কুর্তা, নীল জিন্স পায়ে কোলাপুরী চপ্পল। একেবারে ট্রাডিশনল লুকে এদিন ধরা দিয়েছেন কার্তিক। দেখুন সেই ভিডিয়োঃ

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla

ছেলের জন্মদিন বলে কথা তাই ঘড়ির কাঁটায় ১২ টা বাজতেই কার্তিকের মধ্যরাতের জন্মদিন পালন করলেন বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই ছবিও ভাগ করে নেন অভিনেতা (Kartik Aaryan)। সঙ্গে লেখেন, “প্রতিটা জন্মেই যেন আমি তোমাদের কোকি হয়ে জন্মাতে পারি। এই অসাধারণ সারপ্রাইজটার জন্যে অনেক ধন্যবাদ”। দেখুন কার্তিকের পোস্টঃ

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

জন্মদিন অভিনেতার আর উপহার পেল তাঁর ভক্তরা। জন্মদিনে কার্তিক তাঁর দর্শকদের উপহার দিলেন তাঁর আসন্ন ছবি ‘শেহজাদা’র প্রথম ঝলক (Shehzada First Look)। অ্যাকশন-রোমান্স-কৌতুক সবেতেই দুর্দান্ত তিনি। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে কৃতি স্যাননকে (Kriti Sanon)। দেখুন ‘শেহজাদা’র প্রথম ঝলকঃ

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)