Kareena Kapoor Khan: সইফের সঙ্গে কী হয়েছিল! প্রকাশ্যে আনলেন করিনা
মুম্বই, ১৮ মে: 'হম সাথ সাথ হ্যায়'-এ সময় দিদির সঙ্গে শ্যুটিং সেটে গিয়েছিলেন৷ সেখানে সইফের সঙ্গে করিশ্মা (Karisma Kapoor) বিভিন্ন সময় গল্প গুজব করতেন কিন্তু তিনি শ্যুটিং স্পটের চারপাশে ঘুরে বেড়াতেন৷ সইফ তাঁর আগের প্রজন্মের হওয়ায়, দিদির মারফৎ পরিচয় ছিল৷ এরপর বিশাল ভরদ্বাজের 'ওমকারা' ছবির সেটে সইফের সঙ্গে তিনি প্রথম স্ক্রিন শেয়ার করেন বলে জানান করিনা (Kareena Kapoor Khan)৷
বিশাল ভরদ্বাজের ছবি 'ওমকারার' সময় সইফের যেমন পৃথক বান্ধবী ছিলেন, তেমনি তাঁর জীবনেও ছিলেন বিশেষ কেউ৷ তাই ক্যামেরার সামনে স্ক্রিন শেয়ারের পাশাপাশি, হাই, হ্যালোর মতো কিছু শব্দের আদানপ্রদান হত তাঁদের মধ্যে৷ এর বাইরে কিছু ছিল না৷ এমনকী, ওমকারার সময় সইফ তাঁকে 'ম্যাম' বলেও সম্বোধন করতে বলে জানান করিনা৷
আরও পড়ুন: Kangana Ranaut: কোভিড থেকে সেরে উঠে বিস্ফোরণ কঙ্গনার
ওমকারার পর 'এলওসি কার্গিল', 'এজেন্ট বিনোদ', 'টশন'-এর বেশ কয়েকটি সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করেন৷ তবে 'টশনের' সময় থেকেই সইফের প্রতি করিনার ভাললাগা বাড়তে শুরু করে৷ ওই সময় সইফকে সানবাথ নিতে দেখে, তাঁর প্রেমে পড়ে যান বলে এর আগে বেশ কয়েকবার প্রকাশ্যে জানান করিনা৷ তবে ভাললাগলেও তিনি যে ভবিষ্যতে সইফের (Saif Ali Khan) ঘরণী হবেন, তা কখনও সেভাবে ভেবে ওঠেননি বলেও জানান করিনা কাপুর খান৷