Kareena Kapoor Khan Praises Urfi Javed: সাহসী, উত্তাল বলে করিনার প্রশংসা, ঊরফি বললেন, 'ভাবতেই পারছি না'

করিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ ঊরফি বলেন, তিনি আর কিছু ভাবতেই পারছেন না। করিনার এই প্রশংসায় তাঁর শরীরে প্রাণ নেই বলে মনে হচ্ছে। এমনই মন্তব্য করেন ঊরফি জাভেদ।

Kareena Kapoor, Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ মার্চ: ঊরফি জাভেদের (Uorfi Javed) প্রশংসা করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ঊরফিকে সাহসী এবং ঝোড়ো বলে অভিহিত করলেন করিনা। লাল সিং চাড্ডা অভিনেত্রী বলেন, তিনি ঊরফির মত নন। ঊরফি নিজের মনের সঙ্গে তাল মিলিয়ে চলেন। যা তিনি চান, ঠিক সেটাই করেন বলে মডেল অভিনেত্রীর প্রশংসা করেন করিনা। বেবো আরও বলেন, ফ্যাশন হল মন এবং শরীরের কথা একযোগে বলা। ঊরফি যেভাবে সাহস নিয়ে নিজের মনের মত সাজপোশাক করে প্রত্যেককে চমকে দেন, তা প্রশংসার যোগ্য। ঊরফি অত্যন্ত সাহসী বলেই এই কাজ করতে পারেন বলেও প্রশংসা করেন করিনা।

করিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ ঊরফি বলেন, তিনি আর কিছু ভাবতেই পারছেন না। করিনার এই প্রশংসায় তাঁর শরীরে প্রাণ নেই বলে মনে হচ্ছে। এমনই মন্তব্য করেন ঊরফি জাভেদ। কী যে হচ্ছে, তিনি তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন ঊরফি।