Kareena Kapoor Khan: সঙ্গে ২ সন্তান, মালদ্বীপে বিকিনিতে ভাইরাল করিনার ছবি

মালদ্বীপে গিয়ে এবার নতুন রূপে ফিরলেন করিনা৷ যেখানে কালো এবং কমলা রঙের বিকিনিতে দেখা যায় নবাব ঘরণীকে৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সেই ছবি শেয়ার করেন বেবো৷ যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়৷

Kareena Kapoor Khan (Photo Credit: Kareena Kapoor Khan Fan Page/Instagram)

মুম্বই, ১৭ সেপ্টেম্বর: এবার ৪১-এ পড়বেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)৷ ৪১-এর জন্মদিন উদযাপন করতে এবার আগেভাগেই মালদ্বীপে (Maldives) পাড়ি দেন করিনা কাপুর খান৷ তৈমুর (Taimur Ali Khan) এবং জৈহ-কে সঙ্গে নিয়ে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় করিনাকে এবং সইফ আলি খানকে (Saif Ali Khan)৷

মালদ্বীপে গিয়ে এবার নতুন রূপে ফিরলেন করিনা৷ যেখানে কালো এবং কমলা রঙের বিকিনিতে দেখা যায় নবাব ঘরণীকে৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সেই ছবি শেয়ার করেন বেবো৷ যা প্রকাশ্যে আসতেই ভাইরাল (Viral) হয়ে যায়৷

আরও পড়ুন:  Golondaaj: দেবের পায়ে ফুটবল, দেশপ্রেমের উন্মাদনার ছোঁয়া 'গোলন্দাজের' ট্রেলারে

দেখুন করিনা কাপুর খানের সেই ছবি...

সবে সবে ৬ মাস পার করেছে করিনার কনিষ্ঠ সন্তান জেহ আলি খান (Jeh Ali Khan)৷ জেহ ৬ মাস পেরোতেই তাকে নিয়ে বেরিয়ে পড়েন সইফ, করিনা৷ সইফের জন্মদিনের আগেও দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে বের হন সইফিনা৷ বেবোর জন্মদিনের আগেই সেই একই ধারা বজায় রাখলেন সইফ আলি খান৷



@endif