Kareena Kapoor Khan: সীতার চরিত্রে বিপুল পারিশ্রমিকের দাবি, বিতর্ক নিয়ে মুখ খুললেন করিনা

সীতার চরিত্রে অভিনয় নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয় করিনা কাপুর খানকে। যার উত্তরে অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন অভিনেতা, অভিনেত্রীদের পারিশ্রমিকের ফারাক ছিল। সেই ফারাক নিয়ে কেউ কোনও কথা বলতেন না। তবে এবার সময় এসেছে।

Kareena Kapoor Khan (Photo Credit: Kareena Kapoor Khan Fan Page/Instagram)

মুম্বই, ১৪ সেপ্টেম্বর: সীতার (Sita) চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি চান করিনা কাপুর খান। যে খবর প্রকাশ্যে আসতেই, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। সীতার চরিত্রে অভিনয়ের জন্য করিনা (Kareena Kapoor Khan) কেন এত চাহিদা করছেন, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। এমনকী, সীতা নয়, করিনাকে দিয়ে 'সুর্পনখার' চরিত্রে অভিনয় করানো হোক বলেও আক্রমণ করা হয়। যা নিয়ে অবশেষে মুখ খুললেন বেবো।

সীতার চরিত্রে অভিনয় নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয় করিনা কাপুর খানকে। যার উত্তরে অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন অভিনেতা, অভিনেত্রীদের পারিশ্রমিকের ফারাক ছিল। সেই ফারাক নিয়ে কেউ কোনও কথা বলতেন না। তবে এবার সময় এসেছে। অভিনেতা, অভিনেত্রীদের (Actor) সমপারিশ্রমিক নিয়ে সবাই কথা বলতে শুরু করেছেন। ফলে তিনিও তাঁর দাবি জানিয়েছেন বলে জানান করিনা।

আরও পড়ুন: Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুর পর কেমন আছেন শেহনাজ? প্রকাশ্যে আনলেন অভিনব

করিনা আরও বলেন, সীতার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর ১২ কোটি প্রয়োজন। ব্যাস, এতুটুই তাঁর দাবি। এসব নিয়ে বিতর্ক নয়, মহিলাদের সম্মান করতে শিখুন। পারিশ্রমিক নিয়ে মহিলাদের কটাক্ষ নয়, তাঁদের সম্মান করতে শিখুন বলেও মন্তব্য করেন করিনা।