Kangana Ranaut On Priyanka Chopra: শাহরুখের সঙ্গে বন্ধুত্ব, 'মুভি মাফিয়ারা' প্রিয়াঙ্কার বিরুদ্ধে জোট বাঁধেন, অভিযোগ কঙ্গনার

বলিউড কুইন' অভিযোগ করেন, শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের মূল্য চোকাতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বে ছেদ টানতেই 'মুভি মাফিয়ারা' প্রিয়াঙ্কা চোপড়া ক্রমাগত একপেশে করে দিতে শুরু করেন।

Priyanka Chopra, Kangana Ranaut (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ মার্চ: করণ জোহরের (Karan Johar) জন্যই প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ভারত ছাড়তে বাধ্য হয়েছেন। করণ জোহর প্রিয়াঙ্কা চোপড়া 'বুলি' করেছেন। তার জন্যই প্রিয়াঙ্কা বলিউড (Bollywood) ছাড়তে বাধ্য হয়েছেন। এবার এমনই অভিযোগ করলেন কঙ্গনা রানাউত। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এবার ফের বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা। 'বলিউড কুইন' অভিযোগ করেন, শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের মূল্য চোকাতে হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে বন্ধুত্বে ছেদ টানতেই 'মুভি মাফিয়ারা' প্রিয়াঙ্কা চোপড়া ক্রমাগত একপেশে করে দিতে শুরু করেন। এরপরই প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ছাড়তে বাধ্য হন বলে তোপ দাগেন কঙ্গনা (kangana Ranuat)। যাঁর পিঠে কারও হাত নেই, তেমনই একজন মহিলাকে কীভাবে একপেশে করে দিতে হয়, করণ জোহর তা দেখিয়েছেন বলে কটাক্ষ করেন কঙ্গনা।

আরও পড়ুন: Kangana Ranaut Praises Javed Akhtar: 'ঘর মে ঘুস কে মারা', জঙ্গি ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ, জাভেদ আখতারের প্রশংসা কঙ্গনার

কেন বলিউড ছাড়েন, সম্প্রতি তা নিয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই পিগি বলেন, বলিউডে বেশ কিছু মানুষের সঙ্গে এক সময়ে তাঁর মনোমালিন্য শুরু হয়। ফলে তাঁর কাজের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছিল। ওই সময় তাঁর ম্যানেজার অঞ্জুলা আচার্য তাঁকে বিপদ থেকে উদ্ধার করেন।

কেন বলিউড ছাড়েন, প্রিয়াঙ্কা চোপড়ার ওই মন্তব্যের পর এবার ফের করণ জোহরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন কঙ্গনা রানাউত। যা নিয়ে ফের বি টাউনে শোরগোল শুরু হয়েছে জোর কদমে।