Kangana Ranaut: 'অনেকের মুখ বন্ধ করবে তাঁর এই সম্মান', সমালোচকদের একহাত পদ্মশ্রী কঙ্গনার
অনেক ছোট বয়সে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন কঙ্গনা। কেরিয়ার শুরুর পর থেকে সেভাবে সাফল্যকে ছুঁয়ে দেখতে পারেননি প্রথম কয়েক বছর। তারপর তাঁর কেরিয়ারের উত্থান শুরু হলে, তাঁর মন আনন্দে ভরে ওঠে।
মুম্বই, ৯ নভেম্বর: সবে সবে পদ্মশ্রী (Padma Shri Award) সম্মান পেয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। দিল্লিতে (Delhi) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার তুলে নেন কঙ্গনা। পদ্মশ্রী সম্মানে সম্মানিত হওয়ার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা। যেখানে তিনি বলেন, এই সম্মান তাঁর অনেক সমালোচকের মুখ বন্ধ করে দেবে।
অনেক ছোট বয়সে বলিউডে (Bollywood) নিজের কেরিয়ার শুরু করেন কঙ্গনা। কেরিয়ার শুরুর পর থেকে সেভাবে সাফল্যকে ছুঁয়ে দেখতে পারেননি প্রথম কয়েক বছর। তারপর তাঁর কেরিয়ারের উত্থান শুরু হলে, তাঁর মন আনন্দে ভরে ওঠে। একের পর এক ছবি করেছেন,পুরস্কার পেয়েছেন, সেই সঙ্গে তৈরি হয়েছে তাঁর বহু শত্রু। জোহাদি থেকে খালিস্তানি কিংবা শত্রু দেশের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি অনেকের চক্ষুশূল হয়েছেন বলে মন্তব্য করেন কঙ্গনা।
আরও পড়ুন: Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, আতঙ্কে স্থানীয়রা
এসব করে তিনি কী পান, এমন প্রশ্ন তাঁকে অনেকেই করেন। জেহাদি, খালিস্তানি বা দেশ বিরোধীদের বিরুদ্ধে শব্দ তুলে, শত্রু যেমন বেড়েছে তাঁর, তেমনি তাঁর বিরুদ্ধে অনেক মামলাও হয়েছে। তবে তিনি এবার পদ্মশ্রী পেয়েছেন। এই সম্মান তাঁঁর সমালোচকদের মুখ বন্ধ করে দেবে বলে মন্তব্য করেন কঙ্গনা।
শুনুন কী বললেন কঙ্গনা...
View this post on Instagram
পদ্মশ্রী সম্মানে সম্মানিত তিনি। এর সম্মানের জন্য দেশের দেশের মানুষ এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানোর তাঁর ভাষা নেই বলেও মন্তব্য করেন কঙ্গনা রানাউত।