Kangana Ranaut: অন্যের বিয়েতে নাচবেন না, ফিরিয়েছেন মোটা টাকার প্রস্তাব
মুম্বই, ২৩ ডিসেম্বরঃ বিয়েবাড়ি কিংবা পার্টি, অনুষ্ঠানে তারকাদের পারফর্ম করার বিষয়টা নতুন কিছু নয়। শাহরুখ খান (Shah Rukh Khan), রণবীর সিং (Ranveer Singh), সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) বলিউডের প্রমুখ নামজাদা তারকাদের দেখা গিয়েছে এমন অনুষ্ঠানে পারফর্ম করতে। যার জন্যে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয় তারকাদের। সেই সুযোগ হাতছাড়া করবে কার সাধ্যি। কিন্তু না, সেই লোভনীয় প্রস্তাব নাকচ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। একবার দুবার নয় বহুবার তার কাছে মোটা টাকার বিনিময়ে বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানে নাচার প্রস্তাব এসেছে। কিন্তু তিনি বারবারই তা ফিরিয়ে দিয়েছেন। আর এখানেই তিনি নিজের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন বলিউডের কিংবদতি প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। সুবিশাল গুজরাটি থালি আগলে কার্তিক আরিয়ান, খাবেন না শুধুই দেখবেন?
বলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও ইন্ডাস্ট্রির অধিকাংশ লোকের সঙ্গেই তাঁর আদায় কাঁচকলায়। তাই তাঁদের খাতে বইতে পছন্দ করেন না তিনি। নিজের স্বাছন্দে নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে চলতেই ভালবাসেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি শেয়ার করেছেন। ওই ভিডিয়োতে আশা ভোঁসলেকে বলতে শোনা যাচ্ছে, ‘দিদি বহুবার বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্যে প্রস্তাব পেয়েছিলেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই সেই প্রস্তাব দিদি ফিরিয়ে দিয়েছেন’। আসমানি বিকিনিতে নির্জনে ছুটি কাটাচ্ছেন আলায়া, সঙ্গী করলেন কাকে?
আশা ভোঁসলের সেই ভিডিয়ো শেয়ার করে কঙ্গনা (Kangana Ranaut) উল্লেখ করেছেন, “আমিও একাধিকবার বিয়ের অনুষ্ঠানে নাচার সুযোগ পেয়েছি। মোট অঙ্কের টাকার প্রস্তাবও পেয়েছি, কিন্তু করিনি। ফিরিয়ে দিয়েছি প্রতিবার। লতাজি সত্যি একজন অনুপ্রেরণা। এই ভিডিয়োটি দেখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে”।