Kajol: পথ শিশুদের হাতে টাকা না দিয়ে ফেরালেন কাজল? সমালোচনার মুখ অভিনেত্রী

সম্প্রতি কাজলকে মুম্বইয়ের একটি দোকান থেকে বের হতে দেখা যায়। কাজল দোকান থেকে বেরোলে বেশ কয়েকটি বাচ্চা তাঁর চারপাশে ঘুরতে শুরু করে। যাদের মধ্যে একজনের মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় কাজলকে। এরপর কাজল সেই পথ শিশুর হাতে কিছু টাকা দিয়ে দেন। গাড়িতে ওঠার পর, দরজা খুলে কাজলকে টাকা দিতে দেখা যায়।

KAJOL (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ অক্টোবর:  মুম্বইয়ের (Mumbai) রাস্তা হোক কিংবা জিম, তারকাদের বিভিন্ন সময় কটাক্ষ করা হয় একাধিক জিনিস নিয়ে। সে করিনা কাপুর (Kareena Kapoor) হন কিংবা মালাইকা অরোরা (Malaika Arora) বা কাজল (Kajol)। এবার মুম্বইয়ের রাস্তায় কাজলের ব্যবহার নিয়ে ফের কটাক্ষ শুরু করলেন নেটিজেনদের একাংশ। সম্প্রতি কাজলকে মুম্বইয়ের একটি দোকান থেকে বের হতে দেখা যায়। কাজল দোকান থেকে বেরোলে বেশ কয়েকটি বাচ্চা তাঁর চারপাশে ঘুরতে শুরু করে। যাদের মধ্যে একজনের মাথায় হাত বুলিয়ে দিতে দেখা যায় কাজলকে। এরপর কাজল সেই পথ শিশুর হাতে কিছু টাকা দিয়ে দেন। গাড়িতে ওঠার পর, দরজা খুলে কাজলকে টাকা দিতে দেখা যায়।

যা দেখে আরও একজন কাজলের গাড়ির এসে দাঁড়ায়। তবে দ্বিতীয় শিশুকে সাহায্য করতে দেখা যায়নি কাজলকে। তিনি গাড়িতে উঠে, জানলার কাঁচ উঠিয়ে সেখান থেকে সরে যান।

 

 

View this post on Instagram

 

বলিউড অভিনেত্রীর এই ব্যবহার দেখে অনেকেই তাঁর সমালোচনা করেন। তবে বেশ কিছু মানুষ বলতে শুরু করেন, এমনভাবে শিশুদের হাতে টাকা দিলে, তারা ভবিষ্যতে আর কোনও কাজ করতে চাইবে না। পথ শিশুদের তাই এভাবে বার বার টাকা না দেওয়াই উচিত বলে মন্তব্য করেন অনেকে।