John Abraham: নতুন বছরে জনের সম্পত্তি বৃদ্ধি, তাক লাগানো দামে বাংলো কিনলেন অভিনেতা

মুম্বইয়ের খার এলাকায় বিলাসবহুল একটি বাড়ি কিনে ফেললেন তিনি। ৫,৪১৬ বর্গফুটের বাংলোটি জন কিনেছেন ৯১ কোটি টাকায়। শুধু তাই নয়, ওই বাংলো সংলগ্ন ৭,৭২২ বর্গফুটের একটি জমিও কিনেছেন তিনি।

John Abraham (Photo Credits: Instagram)

মুম্বই, ১ জানুয়ারিঃ  বছরের শেষলগ্নে শুভকাজ সারলেন বলি অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। মুম্বই (Mumbai) খার এলাকায় বিলাসবহুল একটি বাড়ি কিনে ফেললেন তিনি। নতুন বছরে অভিনেতার নতুন বাংলো। যার দামও অবাক করার মত। ৫,৪১৬ বর্গফুটের বাংলোটি জন কিনেছেন ৯১ কোটি টাকায়। শুধু তাই নয়, ওই বাংলো সংলগ্ন ৭,৭২২ বর্গফুটের একটি জমিও কিনেছেন তিনি।

এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ ডিসেম্বর বাংলোটির রেজিস্ট্রেশন হয়েছে। ওই সম্পত্তির জন্যে ৪ কোটি ৪২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি কিনেছেন জন (John Abraham)। অভিনেতার বাংলোটি খারের লিঙ্কিং রোডে অবস্থিত। যার আশেপাশে সে শহরের সর্বাধিক বানিজ্যিক প্রতিষ্ঠান গুলো অবস্থিত। এছাড়া বহু নামী শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে ওই অঞ্চলে। জানা যাচ্ছে, খারের যে অঞ্চলে জন বাংলোটি কিনেছেন সেখানে আবাসিক রিয়েল এস্টেটের প্রতি বর্গফুটের মূল্য ৪০,০০০-৯০,০০০।

গত বছরে অভিনেতাকে শেষ পর্দায় দেখা গিয়েছে জানুয়ারি মাসে মুক্তি পাওয়া 'পাঠান' (Pathaan) ছবিতে। খলনায়কের ভূমিকায় শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন জনও (John Abraham)। দর্শকমহলে রীতিমত প্রশংসিত ছবিতে জনের চরিত্র। নতুন বছরে অভিনেতার সম্পত্তি বৃদ্ধির সংবাদে খুশি তাঁর অনুরাগীরাও।