Jigra Trailer: ভাইকে রক্ষা করতে প্রাণপাত করছেন 'অ্যাকশন হিরোইন' আলিয়া ভাট, দেখুন 'জিগরার' ট্রেলার

Jigra (Photo Credit: Youtube)

মুম্বই, ২৬ সেপ্টেম্বর: প্রকাশ্যে এল 'জিগরা'-র (Jigra) ট্রেলার। যেখানে একেবারে অন্য রূপে সামনে এলেন আলিয়া ভাট (Alia Bhatt) । ভেদাং রায়নার সঙ্গে জিগরায় স্ক্রিন শেয়ার করেন আলিয়া। জিগরা-য় আলিয়া এবং ভেদাংকে ( Vedang Raina) ভাই, বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। যেখানে ছোট ভাইয়ের জন্য জীবনপাত করে লড়ে যাচ্ছেন দিদি আলিয়া। জিগরায় আলিয়ায় অনস্ক্রিন নাম সত্যা। অন্যদিকে অঙ্কুর নামে এই ছবিতে অভিনয় করছেন ভেদাং।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, অঙ্কুর ফোন করে দিদি সত্যাকে। যেখানে সত্যা জিজ্ঞেস করে, ভাই ঠিক আছে কি না। এরপর পুলিশের লকআপে দেখা যায় সত্যাকে। ভাইয়ের জন্য আদালতে যাওয়া থেকে শুরু করে, লড়াই, একাধিক রূপে দেখা যায় আলিয়াকে। জিগরার ট্রেলার সামনে আসতেই আলিয়াকে 'অ্যাকশন হিরোইন' রূপে দেখা যায়।

দেখুন জিগরা-র ট্রেলার...

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে প্রকাশ্যে আসছে জিগরা। আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।