Jiah Khan Suicide: আত্মহত্যা? অভিনেত্রী জিয়া খানের মা সত্য প্রকাশের অপেক্ষায় ১০ বছর ধরে

প্রয়াত অভিনেত্রীর মা রাবিয়া খান বলেন, ১০ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। এবার সময় এসেছে যখন আদালত এ বিষয়ে রায় দেবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে।

Jiah Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ এপ্রিল: প্রায় এক দশক অতিক্রান্ত। প্রায় এক দশক পর অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) আত্মহত্যা মামলার রায় বের হতে চলেছে। শুক্রবার জিয়া খান মামলার রায় শোনাবে সিবিআইয়ে বিশেষ আদালত। প্রসঙ্গত ২০১৩ সালের ৩ জুন মুম্বইয়ের জুহুর ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মৃত অবস্থায় দেখা য়ায় অভিনেত্রী জিয়া খানকে। জিয়া আত্মহত্যা করতে পারে না। এমন দাবিতে অভিনেতা সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন জিয়া খানের মা রাবিয়া খান। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হলে, এবার রায় বেরনোর দিন মুখ খুললেন জিয়ার মা রাবিয়া খান।

প্রয়াত অভিনেত্রীর মা রাবিয়া খান বলেন, ১০ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। এবার সময় এসেছে যখন আদালত এ বিষয়ে রায় দেবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে।

প্রসঙ্গত জিয়া খানের মৃতদেহের পাশ থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে অভিনেত্রীর বন্ধু সূরজ পাঞ্চোলির (Suraj Pancholi) বিরুদ্ধে তিনি সরব হন। সূরজের সঙ্গে তাঁর সম্পর্কে যে দড়ি টানাটানি ছিল, সে বিষয়ের উল্লেখ করেন জিয়া খান। অভিনেত্রীর সুইসাইড নোট উদ্ধারের পরই জুহু পুলিশের তরফে গ্রেফতার করা হয় সূরজ পাঞ্চোলিকে। যদিও পরে এই মামলায় জামিনে মুক্তি পান সূরজ পাঞ্চোলি। তবে মামলা শেষ হয়নি। প্রায় দশকভর অপেক্ষার পর সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে আদালত কী রায় দে, সেদিকে তাকিয়ে প্রায় গোটা দেশ।



@endif