Jiah Khan Suicide Case Verdict: 'সত্যের জয় হবেই', জিয়া খান আত্মহত্যা মামলায় নির্দোষ প্রমানিত হতেই সূরজের পোস্ট

২০১২ সালের সেপ্টেম্বর মাসে সম্পর্কে জড়িয়েছিলেন জিয়া এবং সুরজ পাঞ্চোলি। কিন্তু সেই সম্পর্ক যে সুখের ছিল না তা বহু বারই উল্লেখ করেছিলেন জিয়া।

Sooraj Pancholi and Late Actress Jiah Khan (Photo Credits: Instagram)

বলি অভিনেত্রী জিয়া খান (Jiah Khan) আত্মহত্যা মামলায় অভিযুক্ত প্রেমিক সূরজ পাঞ্চোলিকে (Sooraj Pancholi) বেকসুর খালাস করল সিবিআইয়ের বিশেষ আদালত। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan Suicide Case Verdict) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেলেন সুরজ। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালত জিয়া খান মামলায় সুরজকে নির্দোষ ঘোষণা করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পোস্ট আদিত্য পাঞ্চোলি পুত্রের। ইনস্টগ্রামে লিখলেন, ‘সত্যের জয় হয় সব সময়’।

২০১৩ সালের ৩ জুন জুহু মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী জিয়া খানের মৃতদেহ (Jiah Khan Suicide)। সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল জিয়াকে। কিন্তু মেয়ে আত্মহত্যা করতে পারেন না, এমন দাবিতে অভিনেতা সূরজ পাঞ্চোলির (Sooraj Pancholi) বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেন জিয়া খানের মা রাবিয়া খান। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। জিয়া খানের মৃত্যুর ১০ বছর পর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ থেকে মুক্ত হলেন সূরজ।

Sooraj Pancholi Instagram Post (Photo Credits: Instagram)

অভিনেত্রীর ঘর থেকে মিলেছিল সুইসাইড নোটও। জিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল সূরজ পাঞ্চোলিকে। জুহু পুলিশ গ্রেফতার করেছিল সূরজ পাঞ্চোলিকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা হয় অভিযোগ। যদিও পরে সেই মামলায় জামিনে মুক্তি পান সূরজ পাঞ্চোলি। কিন্তু জিয়া খানের মায়ের দাবি, তাঁর কন্যাকে খুন করা হয়েছে। এরপর ২০১৪ সালে জিয়া খানের হত্যা রহস্য উন্মোচনের দায়ভার বর্তায় সিবিআইয়ের উপর।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে সম্পর্কে জড়িয়েছিলেন জিয়া এবং সুরজ পাঞ্চোলি। কিন্তু সেই সম্পর্ক যে সুখের ছিল না তা বহু বারই উল্লেখ করেছিলেন জিয়া।

 



@endif