Jiah Khan Suicide Case: 'আমার জীবনের ১০টা বছর কে ফিরিয়ে দেবে’, বেকসুর প্রমাণিত হয়ে মুখ খুললেন সূরজ

বেকসুর প্রামানিত হয়ে নীরবতা ভাঙলেন সূরজ। বললেন, ‘রায় আসতে দীর্ঘ ১০ বছর এবং অজস্র নিদ্রাহীন রাত সময় লেগে গেল'।

Sooraj Pancholi (Photo Credit: ANI)

মুম্বই, ২৮ এপ্রিলঃ ‘আমার জীবনের ১০টা বছর কে ফিরিয়ে দেবে’। অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় (Jiah Khan Suicide Case) নির্দোষ প্রমাণিত হওয়ার পর অবশেষে মুখ খুললেন সূরজ পাঞ্চোলি (Sooraj Pancholi)। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালত জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ থেকে অভিনেতা সুরোজ পাঞ্চোলিকে নির্দোষ ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ ‘সত্যের জয় হবেই’, জিয়া খান আত্মহত্যা মামলায় নির্দোষ প্রমানিত হতেই সূরজের পোস্ট

২০১৩ সালের ৩ জুন জুহু মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) দেহ। অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রেমিক সূরজ পাঞ্চোলি (Sooraj Pancholi)। যদিও সেই মামলায় জামিনে মুক্তি পান অভিনেতা। এরপর ২০১৪ সালে জিয়া খানের আত্মহত্যা মামলা (Jiah Khan Suicide Case) তদন্তের দায়ভার এসে পড়ে সিবিআইয়ের (CBI) উপর। অভিনেত্রীর মৃত্যুর ১০ বছর পর ২৮ এপ্রিল, শুক্রবার সুরোজকে নির্দোষ ঘোষণা করেছে সিবিআই।

আরও পড়ুনঃ নির্দোষ সূরজ, পাঞ্চোলি ভবনের বাইরে মিডিয়াকে মিষ্টিমুখ

বেকসুর প্রমাণিত হয়ে নীরবতা ভাঙলেন সূরজ (Sooraj Pancholi)। বললেন, ‘রায় আসতে দীর্ঘ ১০ বছর এবং অজস্র নিদ্রাহীন রাত সময় লেগে গেল। তবে আজ কেবল আমি এই মামলা জিতেছি তাই নয়, আমি নিজের হারানো সম্মান এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছি’।

অভিনেতার (Sooraj Pancholi) আরও সংযোজন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এতো অল্প বয়সে আমি যা দিন দেখেছি তা যেন অন্য কাউকে দেখতে না হয়। আমি জানি না আমার জীবনের এই ১০ টা বছর কে ফিরিয়ে দেবে। তবে আমি খুশি অবশেষ সব কিছু মিটেছে। যা কেবল আমায় নয় আমার পরিবারকেও শান্তি দিয়েছে। পৃথিবীতে শান্তির চেয়ে মূল্যবান কিছু নেই’।