Aamir Khan's daughter Ira Khan: 'অল্প বয়সেই বুড়ি', আমির কন্যা ইরা ট্রোলড নেট মাধ্যমে

আমির কন্যার বয়স নিয়ে যখন একের পর এক কটাক্ষ করা হয়, সেই সময় সোনা মহাপাত্র হাজির হন। কারও যদি কোনও কাজ না থাকে, তাহলে ইরার সম্পর্কে এই ধরণের মন্তব্য করে নিজের বাবা, মায়ের না যেন কেউ মাটিতে মিশিয়ে না দেন বলে অনুরোধ করেন সোনা মহাপাত্র।

Ira Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ জানুয়ারি:  বলিউডে (Bollywood) পা না রাখলেও, নেট মাধ্যমে বেশ জনপ্রিয় ইরা খান (Ira Khan)। কখনও নিজের ছবি শেয়ার করেন ইরা, আবার কখনও সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় আমির কন্যাকে (Aamir Khan) । সম্প্রতি বিনা মেকআপে এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন ইরা খান। যা দেখে আমির কন্যার বিরুদ্ধে জোরদার সমালোচনা শুরু করেন নেটিজেনদের একাংশ। কম বয়সেই ইরা খান বুড়ি হয়ে গিয়েছেন বলে কটাক্ষ করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন,  ইরার চোখের নীচটা ভাল করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন কত কম বয়সে বুড়ি হয়ি গিয়েছেন তিনি।

আমির কন্যার বয়স নিয়ে যখন একের পর এক কটাক্ষ করা হয়, সেই সময় সোনা মহাপাত্র হাজির হন। কারও যদি কোনও কাজ না থাকে, তাহলে ইরার সম্পর্কে এই ধরণের মন্তব্য করে নিজের বাবা, মায়ের না যেন কেউ মাটিতে মিশিয়ে না দেন বলে অনুরোধ করেন সোনা  মহাপাত্র।

আরও পড়ুন:  COVID 19: নিওকভ অনেক বেশি প্রাণঘাতী, করোনার এই নয়া স্ট্রেন কি আতঙ্কের? কী বলছে গবেষণা

 

View this post on Instagram

 

যদিও একের পর এক কটাক্ষের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও পালটা মন্তব্য করতে শোনা যায়নি ইরা খানকে।