Sukesh Chandrashekhar On Dharma Productions: করণ জোহরের সংস্থার শেয়ার কিনতে চান সুকেশ, জেলে বসে ইচ্ছে প্রকাশ জ্যাকলিনের 'বন্ধুর'

সুকেশ চন্দ্রশেখর লেখেন, সেখানে ধর্মা প্রোডাকশনের শেয়ার কিনে তিনি এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হাউসে পরিণত করতে চান। তিনি নিজে সিনেমার 'পোকা'। তাই সিনেমা ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়ে তাকে আরও বড় করে তুলতে চান বলে জানান সুকেশ চন্দ্রশেখর।

Sukesh Chandrashekhar, Karan Johar (Photo Credit: File Photo)

মুম্বই, ২২  অক্টোবর: দুশো কোটির আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করা হয়েছে সুকেশ চন্দ্রশেখরকে (Sukesh Chandrashekhar)। ২০১৫ সালে গ্রেফতার করা হয় কনম্যানকে (Conman)। সেই থেকে জেলেই রয়েছেন সুকেশ। জেলে থেকেই এক এক সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায় কনম্যানকে। এবার সেই সুকেশ চন্দ্রশেখর জেলে বসেই এক নতুন ইচ্ছে প্রকাশ করলেন। সুকেশ বলেন, করণ জোহরের (Karan Johar) ধর্মা প্রোডাকশনের শেয়ার তিনি কিনতে চান। ৫০-৭০ শতাংশ শেয়ার সুকেশ ধর্মা প্রোডাকশনের (Dharma Productions) কিনতে চান বলে ইচ্ছে প্রকাশ করেন।

আরও পড়ুন: Jacqueline Fernandez: জেল থেকে হুমকি দিচ্ছেন সুকেশ চন্দ্রশেখর, দিল্লি পুলিশকে অভিযোগ জ্যাকলিনের

সুকেশের কথায়, সিনেমা শুধু ব্যবসা নয়। তাঁর কাছে সিনেমার অর্থ ভালবাসা, আবেগ। ধর্মা প্রোডাকশনের শেয়ার কিনে তিনি নিজের কোম্পানি এল এস হোল্ডিংয়ের সঙ্গে মেলাতে চান এবং করণের সংস্থার ব্যবসা আরও প্রসারিত করতে চান বলে জানান সুকেশ চন্দ্রশেখর। জেলে বসে যে চিঠি সুকেশ চন্দ্রশেখর লেখেন, সেখানে ধর্মা প্রোডাকশনের শেয়ার কিনে তিনি এশিয়ার সবচেয়ে বড় সিনেমা হাউসে পরিণত করতে চান। তিনি নিজে সিনেমার 'পোকা'। তাই সিনেমা ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়ে তাকে আরও বড় করে তুলতে চান বলে জানান সুকেশ চন্দ্রশেখর।

এই চিঠিতে করণ জোহরের প্রশংসাও করতে শোনা যায় জেলবন্দি কনম্যানকে। করণ জোহরের মত সিনেমাপ্রেমী মানুষের সঙ্গে এই ব্যবসা করতে তাঁর ভাল লাগবে বলেও নিজের খোলা চিঠিতে মত প্রকাশ করেন জেল বন্দি সুকেশ চন্দ্রশেখর।

জেলে থাকাকালীন অবস্থাতেই সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রশংসা করেন। জ্যাকলিনকে নিজের প্রেমিকা বলেও দাবি করেন। পাশাপাশি জ্যাকলিনের ভাল লাগার জন্য তিনি সবকিছু করতে পারেন বলে মন্তব্য করেন সুকেশ।



@endif