Hrithik Roshan-Saba Azad: বিয়ের আগে বিলাসবহুল ফ্ল্য়াটে সাবাকে নিয়ে থাকছেন হৃতিক?

নিজেদের সম্পর্কে নিয়ে অত্যন্ত 'সিরিয়াস' দুজনেই। সেই কারণে বেশি দেরি করতে চান না বিয়েতে। বিয়ের আগেই প্রায় ১০০ কোটি খরচ করে হৃতিক বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলেছেন জুহুতে। সেখানেই তিনি এবং সাবা একসঙ্গে থাকতে চলেছেন বলে খবর।

Hrithik Roshan-Saba Azad (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ মে: সাবা আজাদের (Saba Azad ) সঙ্গে থাকতে শুরু করছেন হৃতিক রোশন (Hrithik Roshan)। সাবার সঙ্গে থাকবেন বলেই নয়া বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলেছেন হৃতিক। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। যে রিপোর্টে প্রকাশ্যে আসে, বিয়ের আগেই সাবা এবং হৃতিক একসঙ্গে থাকতে চলেছেন। সেই কারণে অভিনেতা বিলাসবহু ফ্ল্যাটও কিনে ফেলেছেন। তবে শিগগিরই বিয়ে করতে চলেছেন হৃতিক, সাবা। নিজেদের সম্পর্কে নিয়ে অত্যন্ত 'সিরিয়াস' দুজনেই। সেই কারণে বেশি দেরি করতে চান না বিয়েতে। বিয়ের আগেই প্রায় ১০০ কোটি খরচ করে হৃতিক বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলেছেন জুহুতে। সেখানেই তিনি এবং সাবা একসঙ্গে থাকতে চলেছেন বলে খবর।

যদিও হৃতিক রোশন এই খবরে মান্যতা দিতে চাননি। তিনি যেহেতু মানুষরে প্রতিনিধি, তাই তাঁর জীবন নিয়ে অনেকেই সন্দিহান। তবে সন্দিহান থাকা মানেই ভুল খবরে বিশ্বাস করতে হবে, এমন কোনও কারণ নেই বলে স্পষ্ট জানান হৃতিক।