Hera Pheri 3: অক্ষয় নয় বরং কার্তিককে দেখা যাবে ‘হেরা ফেরি ৩’তে, নিশ্চিত করলেন খোদ পরেশ রাওয়াল

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি ‘হেরা ফেরি’র সিক্যুয়াল তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই ছবি ঘিরে দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ছবিতে নাকি দেখা যাবে না অক্ষয় কুমারকে। অক্ষয়ের পরিবর্তে ‘হেরা ফেরি ৩’ তে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

Kartik Aaryan, Akshay Kumar (Photo Credits: Twitter)

মুম্বইঃ  বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ছবি ‘হেরা ফেরি’র (Hera Pheri) সিক্যুয়াল তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই ছবি ঘিরে দর্শক মহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ছবিতে নাকি দেখা যাবে না অক্ষয় কুমারকে (Akshay Kumar)। অক্ষয়ের পরিবর্তে ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) তে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। ছবির অন্যতম মুখ্য চরিত্র পরেশ রাওয়াল (Paresh Rawal) নিজে সেই খবরে শিলমোহর বসিয়েছেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘হেরা ফেরি’র সিক্যুয়াল তৈরি হওয়ার খবর চাউর হতেই নানা জল্পনা বাসা বেঁধেছে দর্শক মনে। ছবির মুখ্য তিন চরিত্র অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল এই তিন অভিনেতাকে ছবিতে দেখা যাবে কিনা তা নিয়ে। তবে বেশ কিছু দিন ধরেই বলিউডের অন্দরমহল থেকে খবর আসছিল যে অক্ষয় কুমার এই ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। আর তাঁর পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। 'হেরা ফেরি ৩' এর নতুন মুখ হতে চলেছে কার্তিক আরিয়ান। আর সেই খবরে শিলমোহর দিলেন খোদ পরেশ রাওয়াল। নেটদুনিয়ায় অভিনেতা পরেশ রাওয়ালকে ট্যাগ করে এক নেটিজেন জানতে চেয়েছিলেন ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) তে কার্তিক আরিয়ানকে দেখা যাবে কিনা। বর্ষীয়ান অভিনেতা সেই নেটিজেনের প্রশ্নের উত্তর দিলেন। তিনি লিখেছেন, হ্যাঁ, এই খবর সত্যি। পরেশ রাওয়াল এই কথা জানানো মাত্রই নেটপাড়া জুড়ে ছড়িয়েছে উন্মাদনা। সেই সঙ্গে মিমের বন্যাও। বলিউড ‘খিলাড়ি’র অনুগামীরা ‘হেরা ফেরি ৩’ তে তাঁকেই দেখতে চান। যদিও ‘হেরা ফেরি ৩’ থেকে অক্ষয় কুমার সরে দাঁড়িয়েছেন কিনা সেই বিষয়ে ছবি নির্মাতাদের কাছ থেকে কোনও নিশ্চয়তা এখনও মেলেনি।

অন্যদিকে কার্তিক ভক্তরা বেজায় খুশি ‘হেরা ফেরি’র সিক্যুয়ালে তাঁকে দেখা যাবে সেই খবরে। চলতি বছরেই মুক্তি পেয়েছিল কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2)। দারুণ ব্যবসা করেছে সেই ছবি। এবার ‘হেরি ফেরি ৩’ তে কার্তিকের অভিনয় দেখার জন্যে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা।