Shilpa Shetty: ধর্মেন্দ্রর 'স্টেপে' নাচ, হেমা মালিনীর পা ছুঁয়ে প্রণাম শিল্পা শেট্টির

রাজ কুন্দ্রার জামিনের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন করে স্টেটাস শেয়ার করেন শিল্পা শেট্টি৷ তিনি বলেন, প্রচণ্ড ঝড়ের পর রামধনুর দেখা মেলে আকাশে৷ রাজের জামিনের পর স্বস্তি প্রকাশ করেন শিল্পা৷

Shilpa Shetty, Hema Malini (Photo Credit: Shilpa Shetty, Hema Malini/Instagram)

মুম্বই, ২৪ সেপ্টেম্বর: সুপার ডান্সারের মঞ্চে এবার হেমা মালিনীর (Hema Malini) সঙ্গে নাচতে দেখা গেল শিল্পা শেট্টিকে (Shilpa Shetty)৷ যেখানে ধর্মেন্দ্রর 'আইকনিক স্টেপের' অনুকরণ করে মঞ্চ মাতিয়ে দেন হেমা মালিনী৷ যা দেখে বলিউডের 'ড্রিম গার্লের' পা ছুঁয়ে প্রণাম করেন শিল্পা শেট্টি৷ ওই ভিডিয়ো শিল্পা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন৷ যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়৷

দেখুন শিল্পা শেট্টির শেয়ার করা ভিডিয়োর ঝলক...

এদিকে সবে সবে জামিনে মুক্তি পেয়েছেন রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ মুম্বইয়ের (Mumbai) আর্থার রোডের জেল থেকে মুক্তি পান রাজ৷ জেল থেকে বেরিয়ে নিজের বাড়ির গাড়িতে উঠে পড়েন ব্যবসায়ী৷ পাপারাৎজি তাঁর সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে থাকলেও, রাজ কুন্দ্রাকে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়নি৷

আরও পড়ুন:  Salman Khan: তাঁর জীবনের দীর্ঘ সম্পর্কের কথা ফাঁস করলেন সলমন খান, অবাক অনুরাগীরা

এদিকে রাজ কুন্দ্রার জামিনের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন করে স্টেটাস শেয়ার করেন শিল্পা শেট্টি৷ তিনি বলেন, প্রচণ্ড ঝড়ের পর রামধনুর দেখা মেলে আকাশে৷ অর্থাৎ রাজের জামিনের পর তিনি স্বস্তি পেয়েছেন বলে ইঙ্গিতে জানান শিল্পা শেট্টি৷