Happy Birthday Sidharth Malhotra: সিদ্ধার্থ মলাহোত্রা অভিনীত সেরা পাঁচ ছবি, জন্মদিনে এক ঝলকে 

এক দশকের চলচ্চিত্র কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। কোন ছবি দারুণ হিট, ব্যাপক প্রশংসিত দর্শকমহলে। তো আবার কোন ছবি হোঁচট খেয়েছে বক্স অফিসে। মন্দ না থাকলে ভালোর তৃপ্তি অনুভব করা যায় নাকি!

Sidharth Malhotra (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ ডিসেম্বরঃ করণ জোহারের (Karan Johar) হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। এক দশকের চলচ্চিত্র কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। কোন ছবি দারুণ হিট, ব্যাপক প্রশংসিত দর্শকমহলে। তো আবার কোন ছবি হোঁচট খেয়েছে বক্স অফিসে। মন্দ না থাকলে ভালোর তৃপ্তি অনুভব করা যায় নাকি! সোমবার, ১৬ জানিয়ারি অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার জন্মদিনে (Happy Birthday Sidharth Malhotra) তাঁর সেরা পাঁচ ছবি ফিরে দেখা।

সোমবার ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Happy Birthday Sidharth Malhotra)। ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। ২০০৭ সালে ‘গেট গরজিয়স’ নামে একটি টেলিভিশন রিয়্যালিটি শো’য়ে অংশ নিয়েছিলেন তিনি। এরপর ২০০৯ সালে ‘ধারতি কা বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান’ ধারাবাহিক দিয়ে তাঁর অভিনয় যাত্রা শুরু। সিদ্ধার্থ অভিনীত সেরা পাঁচ ছবি…

১) স্টুডেন্ট অফ দ্য ইয়ার (Student Of The Year)

২০১২ সালে এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন তিনি। করণ জোহারের পরিচালনায় এই ছবি বলিউডের তিন তারকার জন্ম দেয়। আলিয়া ভাট (Alia Bhatt), বরুণ ধাওয়ান (Varun Dhawan), সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। ছবিতে অভিমুন্য ওরফে সিদ্ধার্থ নজর কেড়েছিল প্রতিটা দর্শকের।

২) এক ভিলেন (Ek Villain)

২০১৪ সালে মোহিত সুরি পরিচালিত প্রথমবার ক্রাইম থ্রিলার ছবিতে সিদ্ধার্থের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। ছবিতে আরও অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)।

৩) কাপুর অ্যান্ড সন্স (Kapoor and Sons)

সিদ্ধার্থ অভিনীত আরও এক প্রশংসিত ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’। শাকুন বত্রা পরিচালিত এই ফামিল্য ড্রামা ছবিতে আরও অভিনয় করেছিলেন আলিয়া ভাট, ফাওয়াদ খান (Fawad Khan), ঋষি কাপুর (Rishi Kapoor), রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah), রজত কাপুর (Rajat Kapoor) প্রমুখরা।

৪) ইত্তেফক (Ittefaq)

সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), অক্ষয় খান্না (Akshaye Khanna) এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত রহস্য-রোমাঞ্চে ভরা ছবি ‘ইত্তেফক’ অভিনেতার প্রশংসিত ছবি গুলোর মধ্যে একটি।

৫) শেরশাহ (Shershaah)

সবশেষে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সর্বাধিক হিট ছবির কথায় আসা যাক। ‘শেরশাহ’ (Shershaah)। ২০২১ সালের সর্বাধিক হিট ছবি ছিল এটি। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেছিলেন কিয়ারা আডবানি (Kiara Advani)। এখনও অবধি সিদ্ধার্থের সবচেয়ে জনপ্রিয় ছবি শেরশাহ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now