Happy Birthday Aishwarya Rai Bachchan: ক্রোড়পতির মঞ্চে ঐশ্বর্যর নাম তুললেন না অমিতাভ; নাতি, নাতনিদের কথা বলতে গিয়ে এড়ালেন আরাধ্যার নামও

কউন বনেগা ক্রোড়পতির মঞ্চে 'কজরা রে' গানের কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনের প্রসঙ্গ তোলেন, তাঁদের কথা বলেন। তবে ভুলেও পুত্রবধূ ঐশ্বর্যর কথা শোনা যায়নি তাঁর মুখে।

Amitabh Bachchan, Aaradhya Bachchan, Aishwarya Rai Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ১ নভেম্বর: শুক্রবার ৫১-তে পড়লেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan) বচ্চন। ঐশ্বর্যর জন্মদিনে তাঁর সঙ্গে অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন এখনও থামেনি। উলটে অভিষেকের (Abhishek Bachchan) সঙ্গে ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন ক্রমাগত বাড়ছে। অভিষেক বচ্চন বিচ্ছেদের গুঞ্জনকে সোজাসুজি খারিজ করেছেন কিন্তু ঐশ্বর্য এ বিষয়ে চুপ। তাঁকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। এবের মধ্যেই এবার কউন বনেগা ক্রোড়পতির মঞ্চে এক অদ্ভুদ ঘটনা দেখা গেল।

কউন বনেগা ক্রোড়পতির মঞ্চে 'কজরা রে' গানের কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনের প্রসঙ্গ তোলেন, তাঁদের কথা বলেন। তবে ভুলেও পুত্রবধূ ঐশ্বর্যর কথা শোনা যায়নি তাঁর মুখে।

অন্যদিকে ক্রোড়পতির আর একটি এপিসোডে নাতি, নাতনির কথা বলতে শোনা যায়  বিগ বি-কে। তবে ওই সময়ও অমিতাভ বচ্চনের মুখে আরাধ্যার নাম শোনা যায়নি। শুধু তাই নয়, আরাধ্যার সম্পর্কে একটি কথাও বলেননি বিগ বি। যা নিয়ে ফের নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়। শ্বেতা বচ্চনের দুই সন্তন নভ্যা নভেলি নন্দা এবং অগ্যস্ত নন্দার কথা বলেও বিগ বি কেন আরাধ্যার (Aaradhya Bachchan) প্রসঙ্গ তুললেন না, তা নিয়েও প্রশ্ন করেন অনেকে।



@endif