Ghanshyam Nayak's Funeral: 'নাট্টু কাকাকে' শেষ বিদায়, শেষকৃত্যে হাজির দিলীপ যোশী, মুনমুন দত্তরা
বেশ কিছুদিন ধরে ক্যনসারে আক্রান্ত ছিলেন ঘনশ্যাম নায়েক৷ হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা৷ অভিনয় করতে করতে মেকআপ রুমেই যেন তিনি তাঁর শেষ নিঃশ্বাস ফেলতে পারেন৷ নিজের অসুস্থতার কথা জানতে পেরে এমনই মন্তব্য করেন ঘনশ্যাম নায়েক৷
মুম্বই, ৪ অক্টোবর: চলে গেলেন ঘনশ্যাম নায়েক (Ghanshyam Nayak)৷ টেলিভিশনের পর্দায় 'নাট্টু কাকা' হিসেবেই যিনি বেশি পরিচিত 'তারক মেহতা কা উলটা চশমার' (TMKOC) দৌলতে৷ ঘনশ্যাম নায়েকের মৃত্যুর খবরে শোকস্তব্ধ দর্শকরা৷ সোমবার ঘনশ্যাম নায়েকের শেষকৃত্য সম্পন্ন হবে৷ নাট্টু কাকাকে শেষ বিদায় জানাতে হাজির হন দিলীপ যোশী, মুনমুন দত্তরা৷
আরও পড়ুন: Lakhimpur Kheri Violence: লাখিমপুর খেরিতে প্রবল উত্তেজনা, প্রিয়াঙ্কার পর গ্রেফতার অখিলেশ যাদব
দেখুন ঘনশ্যাম নায়েককে শেষ বিদায় জানাতে হাজির পর্দার জেঠালাল গড়া...
View this post on Instagram
মুনমুন দত্ত-ও নাট্টু কাকার (Nattu Kaka) সঙ্গে একের পর এক ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করেন৷ দেখুন...
View this post on Instagram
বেশ কিছুদিন ধরে ক্যনসারে (Cancer) আক্রান্ত ছিলেন ঘনশ্যাম নায়েক৷ হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা৷ অভিনয় করতে করতে মেকআপ রুমেই যেন তিনি তাঁর শেষ নিঃশ্বাস ফেলতে পারেন৷ সম্প্রতি এভাবেই মনের ইচ্ছা প্রকাশ করেন ঘনশ্যাম নায়েক৷ যা শুনে চোখে জল এসে যায় দর্শকদের৷