মেকআপ ছাড়া রূপে ভোলাবেন এই ৫ বলিউড সুন্দরী

জানেনকি করিনা কাপুরকে শুধু মেকআপেই সুন্দরী মনে হয়, মেকআপহীন সইফ ঘরনীকে দেখলে চমকে উঠবেন বইকি শুধু ত্বকের আলগা চটক ছাড়া একেবারেই সাদামাটা তবে মেকআপ ছাড়াও বেশকিছু প্রকৃত সুন্দরী বলিউডে আছেন। চলুন এমনই পাঁচজনকে একবার দেখে নিই।

ছবিতে দিয়ানা পেন্টি(Photo Credit: Facebook)

বলি সুন্দরীদের রূপ নিয়ে চর্চার শেষ নেই। নতুন কোনও হিরোইন বক্স অফিস হিটের দৌলতে লাইমলাইটে এলেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। স্টারডম হারানোর ভয়ে প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়িও কম হয় না।তবে বি-টাউনে গড ফাদারদের উপস্থিতি আবশ্যক, যাঁর পিছনে এমন কোনও ফিগার আছেন বা তিনি বলি হিরো-হিরোইনের উত্তরসূরি তাহলে তো সোনায় সোহাগা। যদি কেউ ভুল করেও খোঁচা দিয়ে থাকেন তখন ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও উপায় তাঁর সামনে থাকে না।কিন্তু এমন যদি আনকোরা কোনও হীরের টুকরো ঝলসে ওঠে তাহলে প্রতিষ্ঠিতরা তাকে কাচ প্রমাণ করতে যতদূর যেতে হয় ততদূর যাবেন। মনে পড়ে এখনকার ব্যস্ততম বলি-তারকা প্রিয়াঙ্কা চোপড়ার শুরুর দিনগুলি, করিনা কাপুর খান তাঁকে মোটেই পছ্ন্দ করতেন না। এমনকী ‘কালি বিল্লি’ বলে কটূক্তি করতেও পিছপা হননি বলে শোনা যায়। বলিউডের হিরো হিরোইনদের ব্যক্তিগত কুৎসার তালিকাটা বেশ দীর্ঘ, সেসব আলোচনা নাহয় আজকের মতো তোলা থাক। তবে প্রশ্নটা হল করিনা কাপুর যে প্রিয়াঙ্কা চোপড়াকে কটূক্তি করলেন তাতে কি কোনও ক্ষতির সম্ভাবনা দেখা গিয়েছে। উল্টে করিনার থেকে অনেকাংশেই বেশি সাফল্য এখন তাঁর মুঠিতে। জানেনকি করিনা কাপুরকে শুধু মেকআপেই সুন্দরী মনে হয়, মেকআপহীন সইফ ঘরনীকে দেখলে চমকে উঠবেন বইকি শুধু ত্বকের আলগা চটক ছাড়া একেবারেই সাদামাটা তবে মেকআপ ছাড়াও বেশকিছু প্রকৃত সুন্দরী বলিউডে আছেন। চলুন এমনই পাঁচজনকে একবার দেখে নিই।

ইয়ামি গৌতম(Yami Gautam)

‘কাবিল’ (Kaabil)ছবিতে মন মাতানো অভিনয় করা ইয়ামি গৌতম যেন স্বপ্নকন্যা। ভিকি কৌশলের বিপরীতে তাঁকে আমরা বেশ সিরিয়াস রোলে দেখতে পেলাম  ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে। বারুদ, রক্ত, ঘাড়ের উপরে শত্রুর অহরহ নিঃশ্বাসের মাঝেও ইয়ামির সৌন্দর্য যেন এনার্জির কাজ করেছে। টিভি জুড়ে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন, সপ্রতিভ ইয়ামি যেন সেই প্রডাক্টের সাফল্যের রানি। বিশ্বাস করুন, ইয়ামিকে ছাড়া এমন বিজ্ঞাপন মার্কেটে ছাড়ার সাহস দেখাবে না কোনও সংস্থাই। কেন না মেকআপ ছাড়াও ইয়ামি গৌতম অনন্য রূপের অধিকারিণী।

সোনম কাপুর(Sonam Kapoor)

অভিনয় দক্ষতায় সমসাময়িক দীপিকা পাড়ুকোনকে টক্কর দিতে না পারলেও ফ্যাশনিয়েস্তা অনিল তনয়া কিন্তু মনমাতানো সুন্দরী। শুধু গ্লামারের চমক নয় একটা ক্লাসিক বিউটির আভা সোনমকে ঘিরে রাখে। তাইতো মসাককলি গার্লকে শুধু ব়্যাম্প বা অ্যাওয়ার্ড শোয়ে নয় মুম্বইয়ের রাস্তাতেও দেখে ফেলতে পারেন। হাইপ্রোফাইল মেকআপ ছাড়া সোনম কিন্তু শান্ত সুন্দরী, পাশ থেকে চলে গেলে যেকোনও সুন্দরের পুজারী রিনরিনে সুর শুনতে পাবেন।

দিয়ানা পেন্টি(Diana Penty)

ককটেল(Cocktail) ছবির প্রেক্ষাপট মনে করুন, সইফ আলি খানের(Saif Ali Khan) বিপরীতে স্বভাবসিদ্ধ অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)। এই দুই তারকার মাঝখানে থেকেও দর্শকদের মন জিতে নিয়েছেন দিয়ানা পেন্টি। ঝকঝকে ত্বক, নজরকাড়া ফিগার, একমাথা চুল, আলাদা করে স্ট্রেটনিংয়ের প্রয়োজনই নেই। মেকআপহীন দিয়ানা পেন্টিকে দেখলে মন ভাল হয়ে যাবে।

কাজল আগরওয়াল(Kajal Aggarwal)

এই বলি অভিনেত্রী আসলে দুষ্টুমিষ্টি নায়িকা। তাঁর রূপের ঝলক সবসময়ই অমলিন। সাত সকালে যদি ব্রাশ করতে করতে কাজল আগরওয়ালকে দেখেন তাতেও মন ভাল হয়ে যাবে। চোখেই যেন সমস্ত আবেদনকে নজরবন্দি করেছেন কাজল, দীর্ঘ নাক, মন ভোলানো হাসি সত্যিই মেকআপের প্রয়োজন নেই।

সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha)

লুটেরা(Lootera)সুন্দরী সোনাক্ষীর সিনহা, বিহারীবাবুর কন্যারত্নটি কিন্তু ভারী সুন্দরী। দাবাং গার্ল হয়ে সেলুলয়েড মাতালেও নিজের কাঁধে একটা মারকাটারি ছবির সাফল্য বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তিনি। ‘আকিরা’(Akira), ‘নূর’ তার উল্লেখযোগ্য প্রমাণ।‘রাউডি রাঠোর’ (Rowdy Rathore)ছবিতে গুন্ডা পিটিয়ে ঠান্ডা করে দেওয়া সোনাক্ষীর রূপ কিন্তু চর্চার বিষয়। মেকআপ সেখানে সত্যিই ব্রাত্য।

এছাড়াও মেকআপহীন বলি-সুন্দরীর তালিকায় রয়েছেন দিয়া মির্জা, দিশা পাটানি, সোনালী বেন্দ্রে, জেনেলিয়া ডিসুজা(, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন-সহ আরও অনেকে। এঁদের কথা না হয় আর একদিন হবে।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now