Kamal Kishor Mishra Video: অন্য মহিলার সঙ্গে ধরে ফেলায় স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন বলি পরিচালক, দেখুন ভিডিয়ো

মহারাষ্ট্রের অন্ধেরি পশ্চিমের একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। পুলিশের কথায়, কমল কিশোর মিশ্রর স্ত্রী আহত হয়েছেন। চলচ্চিত্র পরিচালকের স্ত্রীর মাথায় চোট লেগেছে বলে খবর। ঘটনার পর আম্বোলি থানায় কমল কিশোর স্ত্রী অভিযোগ দায়ের করেন।

Kamal Kishor Mishra Drive Car Over His Wife (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ২৭ অক্টোবর:  ভয়াবহ ঘটনার অভিযোগ উঠল চলচ্চিত্র পরিচালক, প্রযোজক কমল কিশোর মিশ্রর বিরুদ্ধে। স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে আটক করা হয় কমল কিশোর মিশ্রকে। পুলিশ সূত্রে খবর, কমল কিশোর মিশ্রকে এক অন্য মহিলার সঙ্গে দেখে ফেলেন তাঁর স্ত্রী। এরপরই স্ত্রীর উপর দিয়ে চলচ্চিত্র পরিচালক গাড়ি চালিয়ে দেন বলে অভিযোগ। কমল কিশোর মিশ্র স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে, সেই ফুটেজ রেকর্ড হয়ে যায় সিসিটিভিতে। যা পুলিশের হাতে যাওয়ার পরই চলচ্চিত্র পরিচালককে আটক করা হয়।

মহারাষ্ট্রের অন্ধেরি পশ্চিমের একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। পুলিশের কথায়, কমল কিশোর মিশ্রর স্ত্রী আহত হয়েছেন। চলচ্চিত্র পরিচালকের স্ত্রীর  মাথায় চোট লেগেছে বলে খবর। ঘটনার পর আম্বোলি থানায় কমল কিশোর স্ত্রী অভিযোগ দায়ের করেন। স্বামীকে খুঁজতে খুঁজতে কমল কিশোর মিশ্রর স্ত্রী পার্কিং লটে এলে, তখনই স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখতে পান তিনি।

 

অন্য মহিলার সঙ্গে থাকা অবস্থা কমল কিশোর মিশ্রকে তাঁর স্ত্রী দেখে ফেললে, তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তখনই কমল কিশোর মিশ্র গাড়ি চালালে, তা তাঁর স্ত্রীর গায়ের উপর উঠে যায় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। প্রসঙ্গত 'ডিস্কো ডান্সার', 'চান্স পে ডান্স'-এর মত একাধিক ছবির প্রযোজক কমল কিশোর মিশ্র।