Filmfare Awards 2024: রণবীর-আলিয়া থেকে বিক্রান্ত, ফিল্মফেয়ার ২০২৪ পুরস্কার বিজেতাদের সম্পূর্ণ তালিকা দেখুন এক ঝলকে

ফিল্মফেয়ার ২০২৪ এর অপেক্ষায় ছিলেন বলি নির্মাতা থেকে শুরু করে তারকা, সম্পাদক সকলেই। মোট ১৯টি বিভাগে সেরাদের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে পুরস্কার। সেরা অভিনেতা, অভিনেত্রী থেকে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক দেখুন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা...

Filmfare Awards 2024 Winner List (Photo Credits: X)

Filmfare Awards 2024: গতকাল গুজরাটে আয়োজিত হয়েছিল ৬৯'তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেরার সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্র অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার (Filmfare Awards)। ফিল্মফেয়ার ২০২৪ এর (Filmfare 2024) অপেক্ষায় ছিলেন বলি নির্মাতা থেকে শুরু করে তারকা, সম্পাদক সকলেই। মোট ১৯টি বিভাগে সেরাদের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে ফিল্মফেয়ার ২০২৪-এর পুরস্কার।

কারা পেলেন ২০২৪ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Awards 2024 Winner List)। সেরা অভিনেতা, অভিনেত্রী থেকে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক দেখুন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা...

আরও পড়ুনঃ ফিল্মফেয়ারে উল্লাস, মাথায় গ্লাস নিয়ে রণবীর-আলিয়ার জামাল কুদু, দেখুন ভিডিয়ো

সেরা চলচ্চিত্র (পপুলার)

টুয়েলভথ ফেল (12th Fail)

সেরা চলচ্চিত্র (ক্রিটিকস)

জোরাম (Joram)

সেরা অভিনেতা

রণবীর কাপুর/Ranbir Kapoor (অ্যানিম্যাল/Animal)

সেরা অভিনেত্রী

আলিয়া ভাট/Alia Bhatt (রনি অউর রানি কি প্রেম কাহানি/Rocky Aur Rani Kii Prem Kahaani)

সেরা অভিনেতা (ক্রিটিকস)

বিক্রান্ত মেসি/Vikrant Massey (টুয়েলভথ ফেল/12th Fail)

সেরা অভিনেত্রী (ক্রিটিকস)

রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), শেফালী শাহ (থ্রি অফ আস)

সেরা পরিচালক

বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সহ অভিনেতা

ভিকি কৌশল/ Vicky Kaushal (ডাঙ্কি/Dunki)

সেরা সহ অভিনেত্রী

শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)