Filmfare 2024: 'টুয়েলভথ ফেল' থেকে 'অ্যানিম্যাল' প্রকাশ্যে ফিল্মফেয়ার ২০২৪-এর মনোনয়ন তালিকা, বিশেষ নজরে বাংলার টোটা

মোট ১৯টি বিভাগের সেরার সেরাদের দেওয়া হবে ফিল্মফেয়ার ২০২৪ অ্যাওয়ার্ড। প্রকাশ্যে এসেছে ১৯টি বিভাগের মনোনয়ন পত্রের তালিকা। কারা পেয়েছেন ফিল্মফেয়ার ২০২৪-এর মনোনয়ন, চলুন দেখে নেওয়া যাক...

12th Fail, Jawan, Animal in Filmfare 2024 (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ জানুয়ারিঃ সারা বছর ধরে দিনরাত পরিশ্রম করে পরিচালকেরা, তারকারা ছবি বানান দর্শকদের মনে দাগ কটার জন্যে। প্রশংসা, সমালোচনা, সাফল্য, ব্যর্থতা সব কিছুই ঘিরে থাকে এই বিনোদন ইন্ডাস্ট্রিকে। ব্যর্থতার পরেই তো সাফল্যের প্রকৃত স্বাদ অনুভব করা যায়। আর এই সাফল্যের অঙ্গীকার হলে উঠেছে অ্যাওয়ার্ড। বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো আয়োজিত হতে চলেছে খুব শীঘ্রই। বহুল প্রতীক্ষিত ফিল্মফেয়ার ২০২৪ এর (Filmfare 2024) অপেক্ষায় নির্মাতা থেকে শুরু করে তারকা, সম্পাদক সকলেই। ২৭ এবং ২৮ জানুয়ারি গুজরাটে আয়োজিত হবে ৬৯'তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare 2024)। মোট ১৯টি বিভাগের সেরার সেরাদের দেওয়া হবে ফিল্মফেয়ার ২০২৪ অ্যাওয়ার্ড। প্রকাশ্যে এসেছে ১৯টি বিভাগের মনোনয়ন পত্রের তালিকা।

কারা পেয়েছেন ফিল্মফেয়ার ২০২৪-এর মনোনয়ন, চলুন দেখে নেওয়া যাক...

সেরা চলচ্চিত্র

টুয়েলভথ ফেল, জওয়ান, অ্যানিম্যাল, পাঠান, ওএমজি ২, রকি অউর রানি কি প্রেম কাহানী

সেরা চলচ্চিত্র (ক্রিটিকস)

টুয়েলভথ ফেল (বিধু বিনোদ চোপড়া), ভিড় (অনুভব সিনহা), ফারাজ (হনশল মেহতা), জোরাম (দেবাশিস মাখিজা), শ্যাম বাহাদুর (মেঘনা গুলজার), থ্রি অফ আস (অবিনাশ অরুণ ধাওয়ারে), জুইগাটো (নন্দিতা দাস)

সেরা অভিনেতা (পুরুষ)

রণবীর কাপুর (অ্যানিম্যাল), রণবীর সিং (রকি অউর রানি কি প্রেম কাহানী), শাহরুখ খান (ডাঙ্কি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (শ্যাম বাহাদুর)

সেরা অভিনেতা (মহিলা)

আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানী), ভূমি পেডনেকর (থ্যাঙ্ক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আডবাণী (সত্যপ্রেম কি কথা), রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পন্নু (ডাঙ্কি)

সেরা পরিচালক

অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহার (রকি অউর রানি কি প্রেম কাহানী), সন্দীপ রেড্ডি ভঙ্গা (অ্যানিম্যাল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান), বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

তবে ফিল্মফেয়ারের ২০২৪ মনোনয়ন তালিকায় বিশেষ নজর কেড়েছে বাঙালি অভিনেতা টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। করণ জোহারের রকি অউর রানি কি প্রেম কাহানী (Rocky Aur Rani Kii Prem Kahaani) ছবির জন্যে সেরা সহ অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি। এই বিভাগে আরও মনোনীত হয়েছেন ববি দেওল (অ্যানিম্যাল), অনিল কাপুর (অ্যানিম্যাল), আদিত্য রাওয়াল (ফারাজ), ইমরান হাশমি (টাইগার ৩)।