FIFA World Cup 2022 Final: স্টেডিয়ামে রবি শাস্ত্রীকে জড়িয়ে ধরে চুমু দিলেন রণবীর, বাক্রুদ্ধ প্রাক্তন কোচ
গতকাল ছিল ফুটবল বিশ্বকাপের এক ঐতিহাসিক দিন। বিশ্বকাপের অন্তিম ম্যাচে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের (Argentina vs France) মহাযুদ্ধ উপভোগ করতে পৌঁছে গিয়েছিলেন নানা প্রান্ত থেকে নানা মানুষ। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল দেখতে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নোরার ম্যাজিক, গর্বিত ভারতবাসী
স্টেডিয়াম থেকেই শাস্ত্রী একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে প্রাক্তন কোচের সঙ্গে দেখা গিয়েছে বলি অভিনেতা রণবীর সিংকে (Ranveer Singh)। একসঙ্গে বসে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের (Argentina vs France) ম্যাচ উপভোগ করেছেন দুই তারকা। ভিডিয়ো শেষে রবি শাস্ত্রীকে চুমুও দিতে দেখা যায় অভিনেতাকে। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিয়ো শেয়ার করে শাস্ত্রী লেখেন, 'কী বলবো বুঝতে পারছি না"।
দেখুন সেই ভিডিয়োঃ
এদিন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে রণবীর একা নন, উপস্থিত ছিলেন তাঁর ঘরনি দীপিকা পাডুকোনও (Deepika Padukone)। তবে নায়িকার উপস্থিতি ছিল বিশেষ এক সম্মানের জন্যে। এদিন বিশ্বকাপ ফাইনালের ট্রফি উন্মোচন হয়েছে ভারতীয় অভিনেত্রীর হাত ধরে। সঙ্গে ছিলেন স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাস। বিশ্বকাপের মঞ্চে গর্বিত ভারত, কাতারে ট্রফি উন্মোচন করলেন দীপিকা
চলতি বছরের ফিফা বিশ্বকাপ যেন বিশ্ব দরবারে ভারতীয়দের শোভা বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। এদিন বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছেন নোরা ফতেহি (Nora Fatehi)। ভারতীয় অভিনেত্রীর নাচে-গানে একেবারে জমজমাট ছিল ২০২২ ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান (FIFA World Cup 2022 Closing Ceremony)।