Dilip Kumar Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত দিলীপ কুমার, চোখের জলে শেষ বিদায় জানালেন সায়রা বানু
দিলীপ কুমারের মৃত্যুর পর মহারাষ্ট্র সরকার ঘোষণা করে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার। সেই অনুযায়ী করা হয় সমস্ত ব্যবস্থা।
মুম্বই, ৭ জুলাই: বুধবার বিকেলে সমাহিত করা হল বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। মুম্বইয়ের সান্তাক্রুজে সমাহিত করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। স্ত্রী সায়রা বানু এবং পরিবার, বন্ধুদের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় দিলীপ সাবকে (Dilip Kumar)। চোখের জলে দিলীপ সাবকে আলবিদা জানান সায়রা বানু (Saira Banu)।
দেখুন...
View this post on Instagram
View this post on Instagram
দিলীপ কুমারের মৃত্যুর পর মহারাষ্ট্র সরকার ঘোষণা করে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার। সেই অনুযায়ী করা হয় সমস্ত ব্যবস্থা। কোভিড বিধি মেনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী যেমন দিলীপ কুমারের বাড়িতে হাজির হয়ে সায়রা বানুকে স্বান্তনা দেন, তেমনি শেষ বিদায়ের সময়ও মহারাষ্ট্র পুলিশ গান স্যালুট জানান বলিউডের ট্রাজেডি কিংকে।
এদিকে দিলীপ কুমারের শেষকৃত্যের সময় যাতে পাপারাৎজি হাজির না হন, তার আবেদন জানান কৃতী শ্যানন। শেষকৃত্যের অনুষ্ঠান একেবারে পারিবারিক। ওই সময় কাছের মানুষরা যাতে ক্যামেরার ফ্ল্যাশ ছাড়া নিভৃতে চোখের জল ফেলতে পারেন, সেই আবেদন করেন কৃতী।