Devoleena Bhattacharjee Wedding: লুকিয়ে বিয়ে সারলেন দেবলিনা,  কেন আড়ালে রাখলেন বরকে? 

Devoleena Bhattacharjee (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ ডিসেম্বরঃ হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য চুপিচুপি বিয়ে সেরে ফেললেন। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে, সকল অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। কিন্তু বরের মুখ কোন ছবিতেই প্রকাশ করেননি অভিনেত্রী।

Devoleena Bhattacharjee (Photo Credit: ANI)

কিছু মাস আগেই টেলি অভিনেতা বিশাল সিং বিয়ের জন্যে প্রস্তাব দেন দেবলিনাকে। সেই ভিডিয়ো তারকা যুগল শেয়ার করেন সোশ্যাল সাইটে। কিন্তু পরে জানান, সেটি আসলে একটি মিউজিক ভিডিয়ো শুটের দৃশ্য।

Devoleena Bhattacharjee and Vishal Singh (Photo Credit: ANI)

এদিন নায়িকার গায়ে হলুদ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন বন্ধু বিশাল। দেবলিনাকে হলুদ লাগিয়ে ছবি শেয়ার করেন। সেই ছবি দেখে একেবারেই স্পষ্ট যে, বিশালের গলায় মালা দেননি অভিনেত্রী।

Devoleena Bhattacharjee (Photo Credit: ANI)

লাল শাড়ি, মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে ছবি শেয়ার করেন দেবলিনা। অভিনেত্রী যে বিয়ের পিঁড়িতে বসেছেন, এই ছবি গুলো তারই প্রমান।

Devoleena Bhattacharjee (Photo Credit: ANI)

বরের হাতে হাত রেখে বাগদানের আংটি সহ একটি ছবিও শেয়ার করেছেন বিগ বস (Bigg Boss) তারকা। কিন্তু বরের দেখে মেলেনি কোন ছবিতেই। কোন রহস্যজনক ব্যক্তির গলায় মালা দিয়েছেন অভিনেত্রী? প্রশ্ন ভক্তমহলে। বরের দর্শন না পেলেও নবদম্পতিকে প্রাণভরে আশীর্বাদ করেছেন নেটবাসী।