Defence Ministry's Letter To CBFC: সেনার ওপর সিনোমা বা ওয়েব সিরিজ বানাতে গেলে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক
বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ছবি তুলে ধরা হয়। অনেকে সেনার চরিত্রে অভিনয় করেন। তবে ওয়েব সিরিজগুলিতে সেনাবাহিনী ও সেনাদের যে ইমেজ তুলে ধরা হচ্ছে তাতে অসন্তুষ্ট প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেনাকে নিয়ে কোনও ছবি, তথ্যচিত্র বা ওয়েব সিরিজ করতে গেলে আগে মন্ত্রকের কাছ থেকে চলচ্চিত্র নির্মাতা-পরিচালকদের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। সেন্সর বোর্ড এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ ব্যাপারে চিঠি লিখেছে তারা।
বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ছবি তুলে ধরা হয়। অনেকে সেনার চরিত্রে অভিনয় করেন। তবে ওয়েব সিরিজগুলিতে সেনাবাহিনী ও সেনাদের যে ইমেজ তুলে ধরা হচ্ছে তাতে অসন্তুষ্ট প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেনাকে নিয়ে কোনও ছবি, তথ্যচিত্র বা ওয়েব সিরিজ করতে গেলে আগে মন্ত্রকের কাছ থেকে চলচ্চিত্র নির্মাতা-পরিচালকদের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। সেন্সর বোর্ড এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ ব্যাপারে চিঠি লিখেছে তারা।
প্রতিরক্ষা মন্ত্রকে অনেকে অভিযোগ করেছিলেন যে চলচ্চিত্র নির্মাতারা অনেক সময় সেনাবাহিনী ও সেনাদের ইউনিফর্ম সিনেমায় অবমাননাকরভাবে দেখায়। সেই কারণে সেনাবাহিনীর কর্মীদের মনোবল কমে যায়। এই অভিযোগ পাওয়ার পরে প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সুদর্শন কুমার এই বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC), তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে চিঠি দিয়েছে। তাতে লেখা হয়েছে, "বেশ কয়েকটি সিনেমাতে সামরিক অফিসারদের এবং সামরিক ইউনিফর্ম অসম্মানজনক ও অবমাননাকরভাবে তুলে ধরা হয়েছে। ২৭ জুলাই পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে যে কয়েকটি প্রোডাকশন হাউস সিনেমার বিষয়বস্তুর মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে। চিঠিতে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, ছবি, ওয়েব সিরিজে সেনা, বায়ুসেনা ও নৌসেনার ইমেজ কোনওভাবেই খারাপ করা যাবে না, এ ব্যাপারে মানুষের ভাবাবেগ যাতে আহত না হয় তা দেখতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকেরও এ জাতীয় সব ঘটনা বন্ধ করাবে । যা চলছে তাতে সুরক্ষা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করছে এবং সনা কর্মীদের অনুভূতিতে আঘাত দিচ্ছে। আরও পড়ুন: Sushant Singh Rajput Death Case: 'বিশ্বাস করি আমি ন্যায়বিচার পাব', ভিডিয়োবার্তায় বললেন রিয়া চক্রবর্তী
অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অল্টবালাজির ওয়েব সিরিজ ট্রিপল এক্স-আনসেন্সর্ড-এ সেনাবাহিনীকে নিয়ে কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ। বাস্তবের সঙ্গে এই সব দৃশ্যের কোনও মিল নেই, সেনা ও সেনা উর্দিকে অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। গত মাসে বিগ বস ১৩-র প্রতিযোগী হিন্দুস্তানী ভাউ একতা কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে আল্ট বালাজির উপর তাঁর ওয়েব সিরিজ ‘এক্সএক্স: অ্যানসেন্সর ২’ এ দেশকে কুখ্যাত হিসেবে দেখানো হয়েছে। একতা কাপুর অভিযোগ দায়েরের পরে বিতর্কিত দৃশ্য সরিয়ে ফেলেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)