Deepti Naval Suffers a Heart Attack: হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী দীপ্তি নাভাল, ভর্তি রয়েছেন মোহালির হাসপাতালে
হৃদরোগে আক্রান্ত হয়ে মোহালির হাসপাতালে ভর্তি খ্যাতনামা অভিনেত্রী দীপ্তি নাভাল। হিমাচল প্রদেশের মানালির এক স্থানীয় হাসপাতালে তাঁকে প্রথমে ভর্তি করা হয়, তারপর মোহালির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার তাঁর হার্ট অ্যাটাক হয়। সোমবার মাঝ রাতে সেখান থেকে মোহালির হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সকালে তাঁর অ্যানজিওপ্লাস্টি করা হয়। অস্ত্রোপচারের পর তিনি আগের থেকে ভালো আছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মোহালির (Mohali) হাসপাতালে ভর্তি খ্যাতনামা অভিনেত্রী দীপ্তি নাভাল (Deepti Naval)। হিমাচল প্রদেশের মানালির এক স্থানীয় হাসপাতালে তাঁকে প্রথমে ভর্তি করা হয়, তারপর মোহালির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার তাঁর হার্ট অ্যাটাক হয়। সোমবার মাঝ রাতে সেখান থেকে মোহালির হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সকালে তাঁর অ্যানজিওপ্লাস্টি করা হয়। অস্ত্রোপচারের পর তিনি আগের থেকে ভালো আছেন।
মানালিতে তাঁর নিজ কটেজে মাঝে মাঝেই যেতেন অভিনেত্রী। শীঘ্রই তিনি আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে। মোহালির ফর্টিস হাসপাতালের চিকিৎসকেরা তাঁর সুস্থতার কথা জানিয়ে বলেন, তিনি এখন ভালো রয়েছেন এবং শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আরও পড়ুন, দুর্গাপুজো উপলক্ষে মমতা ব্যানার্জিকে উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
মাস কয়েক আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি গভীরভাবে শোকাহত হন। সেইসময় তিনি লিখেছিলেন তাঁর জীবন তিনি কত দুঃখ, কষ্ট, অবসাদের মধ্যে দিয়ে কাটিয়েছেন। সুশান্তের মৃত্যুতে শোকাহত হয়ে একটি কবিতাও লিখেছিলেন।