Is Deepika Padukone Pregnant? দীপিকা কি অন্তঃসত্ত্বা? সুখবরের আশায় অনুরাগীরা

এসবের সূত্রপাত দীপিকা এবং রণবীরের এক ঘনিষ্ঠ যখন দাবি করেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। রণবীর এবং দীপিকার প্রথম সন্তান আসছে বলে তারকা জুটির ওই ঘনিষ্ঠ ব্যক্তি এমন দাবির করার পর থেকেই শুরু হয় জল্পনা।

Deepika Padukone (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ ফেব্রুয়ারি:  দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) কি অন্তঃসত্ত্বা? সম্প্রতি দীপ্পি যেভাবে শাড়ি পরা ছবি পোস্ট করেছেন, তা নিয়ে অনেকেই জোর জল্পনা শুরু করেন। দীপিকা অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হলে, নেটিজেনরাও পালটা মন্তব্য শুরু করেন। ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের লাল গালিচায় শাড়ি পরে দীপিকা যখন হাঁটতে শুরু করেন, তা দেখে অনেকে প্রশ্ন তোলেন। এমনকী দীপিকা বর্তমানে দ্বিতীয় ট্রাইমেস্টারে রয়েছেন বলেও দাবি করেন অনেকে।

এসবের সূত্রপাত দীপিকা এবং রণবীরের (Ranveer Singh) এক ঘনিষ্ঠ যখন দাবি করেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। রণবীর এবং দীপিকার প্রথম সন্তান আসছে বলে তারকা জুটির ওই ঘনিষ্ঠ ব্যক্তি এমন দাবির করার পর থেকেই শুরু হয় জল্পনা।

আরও পড়ুন: Deepika Padukone : 'গ্লোবাল স্টার' দীপিকা পাড়ুকোন, দুরন্ত সাফল্যের পর রণবীরকে চুম্বন নায়িকার, দেখুন

দেখুন পোস্ট...

 

সব্যসাচীর শাড়িতে সেজে দীপিকা বাফটার অনুষ্ঠানে হাজির হওয়ার পর থেকেই অভিনেত্রী মা হতে চলেছেন বলে জোর খবর শুরু হয়। যদিও বিষয়টি নিয়ে দীপিকা পাড়ুকোন কিংবা রণবীর সিংয়ের তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।