Deepika Padukone: বিবাহবার্ষিকী কাটতে না কাটতেই শহর ছাড়লেন দীপিকা, কোথায় পাড়ি দিচ্ছেন নায়িকা?

Deepika Padukone in Mumbai Airport (Photo Credit: Twitter)

মুম্বই, ১৭ নভেম্বরঃ বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে দেখা মিলল দীপিকা পাডুকনের (Deepika Padukone)। সবে মাত্র বিবাহবার্ষিকী গিয়েছে নায়িকার। এরই মধ্যে কোথায় উড়ে যাচ্ছেন রণবীর ঘরনি?

এদিন সকালে মুম্বই এয়ারপোর্টে (Mumbai Airport) দীপিকাকে ক্যামেরাবন্দী করেছে ছবি শিকারিরা। কালো ওভার সাইজ ব্লেজার, সাদা ট্রাউজার, চোখে সানগ্লাস- বরাবরের মত নজরকারা দীপিকা। দিন কয়েক আগেই চতুর্থ বিবাহবার্ষিকী গিয়েছে রণবীর (Ranveer Singh) এবং দীপিকার। বিবাহবার্ষিকী কাটতে না কাটতেই কোথায় পাড়ি দিচ্ছেন নায়িকা? জানা যাচ্ছে, আসন্ন ছবি ‘ফাইটার’এর (Fighter) শুটিংয়ের উদ্দেশ্যেই মুম্বই ছাড়লেন তিনি। তবে তাঁর শুটিং গন্তব্য এখনও জানা যায়নি।

চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় ‘ফাইটার’ (Fighter) ছবিতে জুটি বেঁধেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং দীপিকা পাডুকন (Deepika Padukone)। গতকালই আসমের তেজপুর (Assam Tezpur) বিমানবন্দরে দেখা গিয়েছিল ছবির অভিনেতা এবং পরিচালককে। ব্যক্তিগত বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল ছবির প্রযোজনা সংস্থা। সঙ্গে লেখা ছিল, “এবার শুরু হল। #FIGHTER”। ছবির শুটিংয়ে এবার যোগ দিল দীপিকারও (Deepika Padukone)। ছবির আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে (Anil Kapoor)।

 

View this post on Instagram

 

A post shared by MARFLIX (@marflix_pictures)

 

প্রথমবার জুটিতে দেখা যাবে হৃত্বিক-দীপিকাকে। জুটির যুগলবন্দী দেখার জন্যে মুখিয়ে রয়েছে ভক্তমহল। ২০২৪ সালের ২৫ জানুয়ারী বড় পর্দায় মুক্তি পাবে ‘ফাইটার’। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল হৃত্বিক এবং সইফ আলি খানের (Saif Ali Khan) ‘বিক্রম বেদা’ (Vikram Veda)। এই ছবিকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শকের কাছ থেকে।

আরও পড়ুনঃ নোরা-আয়ুষ্মানের জমজমাট নাচ, প্রকাশ্যে ‘অ্যান অ্যাকশন হিরো’র নতুন গান

আগামী বছর মুক্তি পেতে চলেছে দীপিকার ‘পাঠান’ (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan) এবং জন আব্রাহামকে (John Abraham) দেখা যাবে ‘পাঠান’এর মুখ্য ভূমিকায়। এছাড়াও প্রভাসের (Prabhas) সঙ্গে ‘প্রোজেক্ট কে’ (Project K) ছবিতেও কাজ করতে দেখা যাবে দীপিককে। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ (The Intern) ছবিতে কাজ করবেন দীপিকা। সব মিলিয়ে অভিনেত্রীর ঝুলিতে এখন একগুচ্ছ ছবি।

 

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now