December 2020 OTT Releases: বছর শেষে অনলাইনে মুক্তি পাচ্ছে 'কুলি নম্বর ওয়ান', 'দূর্গামতি' আরও একগুচ্ছ সিনেমা

আনলক পর্বে খুলেছে সিনেমা হল। তবে এইমুহূর্তে হলমুখো হতে চাইছেন না দর্শকেরা। তাই প্রযোজক, পরিচালকরা এইমুহূর্তে হলে ছবি মুক্তি করতে পিছপাই হচ্ছেন। তবে বর্ষবরণের আগে ছবি মুক্তি হবে না তা কি হতে পারে? লকডাউনেও একাধিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবি। বেশ সাড়া জাগিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম।

'কুলি নম্বর ওয়ান', 'দূর্গামতি' (Photo Credits: File Image)

আনলক পর্বে খুলেছে সিনেমা হল। তবে এইমুহূর্তে হলমুখো হতে চাইছেন না দর্শকেরা। তাই প্রযোজক, পরিচালকরা এইমুহূর্তে হলে ছবি মুক্তি করতে পিছপাই হচ্ছেন। তবে বর্ষবরণের আগে ছবি মুক্তি হবে না তা কি হতে পারে? লকডাউনেও একাধিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবি। বেশ সাড়া জাগিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম।

একাধিক বলিউড ও হলিউড এমাসেই মুক্তি পাচ্ছে। নেটফ্লিক্সে ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হলিউড সিনেমা 'মাংক'। ১১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউড ছবি সঞ্জয় দত্ত-র 'তোরবাজ', আরও একটি ছবি মুক্তি পাচ্ছে ভূমি পেদনেকড়ের 'দূর্গামতি', অ্যামাজনে প্রাইমে মুক্তি পাবে ছবিটি। 'দ্য প্রম' মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সেই, ১১ ডিসেম্বর। এমএক্স প্লেয়ারে মুক্তি পাচ্ছে 'উইসলিস্ট'। সারা আলি খান-বরুন ধাওয়ানের 'কুলি নম্বর ওয়ান' মুক্তি পাবে। এছাড়াও অনলাইনে মুক্তি পাচ্ছে, মা রাইনিস ব্ল্যাক বটম, দি মিডনাইট স্কাই, মোর্টাল কমব্যাট লিজেন্ডস। আরও পড়ুন, ২০২১-এর আনুমানিক জিডিপি গ্রোথ মাইনাস ৭.৫ শতাংশ, ৪ শতাংশেই অপরিবর্তিত থাকছে রিজার্ভ ব্যাংকের রেপোরেট

১১৯৫ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দ-কারিশ্মা জুটির 'কুলি নাম্বার ওয়ান'-এর রিমেক নিয়ে ব্যস্ত রয়েছেন ডেভিড ধাওয়ান।এখানে জুটি বেঁধে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান ও অভিনেত্রী সারা আলি খান। 'দূর্গামতি' ছবিতে অভিনয়ে রয়েছেন যীশু সেনগুপ্তও।