Dayaben of TMKOC: থ্রোট ক্যানসারে আক্রান্ত দয়া বেহেন? 'তারকা মেহতা কা উলটা চশমার' দিশাকে নিয়ে জল্পনা

রিপোর্টে প্রকাশ, তারক মেহতা কা উলটা চশমার জন্য বিশেষ এক ধরনের গলার স্বর করতে করতেই দিশা কর্টক রোগে আক্রান্ত হন। দিশা অসুস্থতা নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় প্রকাশ্যে আসে নয়া খবর।

Disha Vakani (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ অক্টোবর:  তারক মেহতা কা উলটা চশমা (Taarak Mehta Ka Ooltah Chashma) নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা অব্যাহত। তারক মেহতা কা উলটা চশমার দয়াবেন ধারাবাহিক ছাড়লেও, তাঁকে নিয়ে দর্শকদের মধ্যে অব্যাহত জল্পনা। দয়া বেহেন অর্থাৎ দিশা ভাকানি (Disha Vakani) কেন ধারাবাহিকে ফিরছেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। দয়া বেহেন 'থ্রোট ক্যানসারে' আক্রান্ত, এমন খবর ছড়াতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়।

রিপোর্টে প্রকাশ,  তারক মেহতা কা উলটা চশমার জন্য বিশেষ এক ধরনের গলার স্বর করতে করতেই দিশা কর্টক রোগে আক্রান্ত হন। দিশা অসুস্থতা নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় প্রকাশ্যে আসে নয়া খবর।

দিশার ভাই ময়ূর ভাকানি জানান, এই খবর একেবারেই সত্যি নয়। দিশাকে নিয়ে যে খবর ছড়াচ্ছে, তার মধ্যে সবটাই মিথ্যে বলে জানান ময়ূর ভাকানি। দিশা অর্থাৎ দয়া বেহেন ভাল আছেন। তিনি সুস্থ বলেও জানান অভিনেত্রীর ভাই। যদিও দিশা ভাকানিতে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে শোনা যায়নি।



@endif