Ranveer Singh Saves Small Child, Video: ভিড়ে ভয় পাওয়া ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন রণবীর সিং, দেখুন ভিডিয়ো
অভিনেতা যেভাবে ভিড় থেকে ছোট্ট শিশুকে রক্ষা করেন, তার প্রশংসা করেন বহু মানুষ। প্রসঙ্গত রোহিত শেট্টির সিনেমা সার্কাসে এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। যা নিয়ে ইতিমধ্যেই রণবীর সিংয়ের অনুরাগীরা উচ্ছ্বসিত।
মুম্বই, ১৩ ডিসেম্বর: সার্কাসের (Cirkus) প্রমোশনের জন্য দক্ষিণ মুম্বইয়ের (Mumbai) মালাডে গিয়েছিলেন রণবীর সিং (Ranveer Singh), রোহিত শেট্টিরা। সেখানেই রণবীর সিংকে দেখতে আসা দর্শকের মাঝে পড়ে ভিড়ের চাপে কেঁদে ফেলে এক শিশু। যা দেখে তার দিকে এগিয়ে যান অভিনেতা। ভিড়ের মধ্যে থেকে েসই শিশুকে কোলে তুলে নেন রণবীর সিং। ভিড়ের চাপ থেকে ওই সিশুকে কোলে নিয়ে দর্শকের সামনে আসেন বলিউড অভিনেতা। রণবীর সিংয়ের এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে অভিনেতা যেভাবে ভিড় থেকে ছোট্ট শিশুকে রক্ষা করেন, তার প্রশংসা করেন বহু মানুষ। প্রসঙ্গত রোহিত শেট্টির সিনেমা সার্কাসে এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। যা নিয়ে ইতিমধ্যেই রণবীর সিংয়ের অনুরাগীরা উচ্ছ্বসিত।
আরও পড়ুন: Kareena Kapoor With Jeh Video: করিনার সঙ্গে ছোট্ট জেহ-র যোগের অনুশীলন, ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
প্রসঙ্গত এই সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও। রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়েও। পাশাপাশি রোহিত শেট্টির এই ছবিতে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং অজয় দেবগণকে বিশেষ চরিত্রে দেখা যাবে।