Claps On COVID-19 Lockdown: স্তব্ধতা ভেঙে হাততালি, কাঁসর, ঘণ্টা বাজল দেশজুড়ে, বাদ গেলেন না মন্ত্রী, বলিউড সেলেবরাও

প্রধানমন্ত্রীর কথা রাখল দেশবাসী। বিকেল পাঁচটায় লকডাউনের ধন্যবাদজ্ঞাপনে পাঁচমিনিটের জন্য কাঁসর, ঘণ্টা, হাততালি, বাসন বাজালো দেশবাসী। করোনায় আতঙ্কিত দেশের কোণায় কোণায় বেজে উঠল বাসন, ঘণ্টা। 'জনতা কার্ফু'-র সমর্থনে হাততালি বাজালেন বিজেপির নেতামন্ত্রী এবং বলিউড সেলিব্রিটিরাও। সপরিবারে অংশগ্রহণ করলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন। বাবা রামদেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং সকলকেই দূরত্ব বজায় রেখে বাসন-কাঁসর বাজাতে দেখা যায়।

হাততালি দিচ্ছেন সপরিবারে অমিতাভ বচ্চন (Photo Credits: Yogen Shah)

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) কথা রাখল দেশবাসী। বিকেল পাঁচটায় লকডাউনের ধন্যবাদজ্ঞাপনে পাঁচমিনিটের জন্য কাঁসর, ঘণ্টা, হাততালি, বাসন বাজালো দেশবাসী। করোনায় আতঙ্কিত দেশের কোণায় কোণায় বেজে উঠল বাসন, ঘণ্টা। 'জনতা কার্ফু'-র (Janata Curfew) সমর্থনে হাততালি বাজালেন বিজেপির নেতামন্ত্রী এবং বলিউড সেলিব্রিটিরাও। সপরিবারে অংশগ্রহণ করলেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন। বাবা রামদেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং সকলকেই বাসন-কাঁসর বাজানোয় অংশ্রগ্রহণ করতে দেখা যায়।

সপরিবারে অমিতাভ বচ্চন-

দীপিকা পাডুকোন বিকেল পাঁচটায়-

বরুণ ধাওয়ানের পরিবার-

 

রণবীর সিং-

 

করিশ্মা কাপুর-

 

View this post on Instagram

 

We clap together ! For our country , for humanity 🙏🏼🇮🇳 thankful to everyone who is helping get rid of the current global health crisis.. #jantabandh #jantacerfew #proudindian #unitedwestand🌏 #positiveenergy

A post shared by KK (@therealkarismakapoor) on

 

করণ জোহর-

 

View this post on Instagram

 

That’s our family celebrating the unity of spirit and resilience...today we also show tremendous gratitude to all members of the medical fraternity who have tirelessly and relentlessly worked towards healing the infected and protecting thousands of people from this dreaded virus ....#indiafightscorona

A post shared by Karan Johar (@karanjohar) on

 

অনিল কাপুর ও অনুপম খের-

এদিকে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা। শেষ খবর অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মারা যান গুজরাতের এক ব্যক্তি। তাঁর বয়স ৬৯। আজ সুরাতের একটি হাসপাতালে তিনি মারা যান। আরেকজন ৬৫ বছর বয়সী বৃদ্ধা ভাদোদরা হাসপাতালে মারা যান, তবে এখনও তাঁর করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছয়নি। তাই এখনও করোনাভাইরাসের জন্যই মৃত্যু বলে জানানো যাচ্ছে না।গুজরাত স্বাস্থ্য ও পরিবার বিভাগ থেকে জানানো হয়েছে, তাঁরও করোনাভাইরাসের মত উপসর্গ ছিল। শ্বাসকষ্টজনিত সমস্যাতেই মারা যান তিনি। এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭, আক্রান্ত ৩৪১।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now