Ram Mandir: অযোধ্যায় কনকনে ঠাণ্ডাতেও বলি সেলেবদের ফ্যাশনে ভাটা পড়েনি, কে কেমন পোশাকে রাম মন্দির এলেন দেখুন
সাবেকি পোশাকে বলি তারকারা হাজির হয়েছেন রাম জন্মভূমিতে। প্রবল ঠাণ্ডাতে সাবেকি পোশাকের সঙ্গে তাল মিলিয়ে জড়িয়েছেন শীতের পোশাকও। তারকাদের তাক লাগানো পোশাক এ বলছে আমায় দেখ তো ও বলছে আমায় দেখ।
অযোধ্যা, ২২ জানুয়ারিঃ রামের ঘরে ফেরা। অযোধ্যায় (Ayodhya) নবনির্মিত রামমন্দিরে (Ram Mandir) সম্পন্ন হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। যে শুভক্ষণের প্রহর দীর্ঘদিন ধরে গুনেছেন রামভক্ত থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। বেলা ১২টা বেজে ৫ মিনিট থেকে মন্দির গর্ভগৃহে শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচারবিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই হয়েছে সেই শুভকাজ। যার জন্যে ১১ দিনের 'শুদ্ধিকরণ ব্রত' পালন করেছেন তিনি। রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রায় ৮,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেঙে কোন মানুষই মন্দিরে প্রবেশ করতে পারবে না। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়িক নেতা, বিনোদন তারকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সোমবার মন্দির জুড়ে তারার মেলা। সাবেকি পোশাকে বলি তারকারা হাজির হয়েছেন রাম জন্মভূমিতে। প্রবল ঠাণ্ডাতে সাবেকি পোশাকের সঙ্গে তাল মিলিয়ে জড়িয়েছেন শীতের পোশাকও। তারকাদের তাক লাগানো পোশাক এ বলছে আমায় দেখ তো ও বলছে আমায় দেখ। এদিনের সেরা সাবেকি পোশাকে ছিলেন কে? দেখে আপনিই বিচার করুণ...
রণবীর, আলিয়া এবং রোহিত শেট্টি...
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ...
স্বামীর সঙ্গে মাধুরী দীক্ষিত...
রাম জন্মভূমিতে কঙ্গনা...