Amitabh Bachchan: অপরিচিত ব্যক্তির বাইকে চেপে কোথায় চললেন অমিতাভ বচ্চন

কিন্তু বিলাসবহুল গাড়ি ছেড়ে অপরিচিত ব্যক্তির বাইকে কেন 'শেহেনশা'! অভিনেতার এহেন আচরণের কারণ কী! সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং বিগ বি।

Amitabh Bachchan Takes a Bike Ride From an Unknown Person (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ মেঃ বাণিজ্যনগরী মুম্বইয়ের (Mumbai) রাস্তা পার হয়ে নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছান যেন এক বিরল ঘটনা। গাড়ির মেলার ভারে সর্বক্ষণ রাস্তাঘাটে সৃষ্টি হয় বিপুল ট্রাফিক। যার জেরে ঘণ্টার পর ঘণ্টা সময় পার হয়ে যায় ট্রাফিকে দাঁড়িয়ে। সেই ট্রাফিকের মাঝে দেখা মিলল বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। এক অপরিচিত ব্যক্তির বাইকে চেপে নিজের গন্তব্যে পৌঁছালেন তিনি। কিন্তু বিলাসবহুল গাড়ি ছেড়ে অপরিচিত ব্যক্তির বাইকে কেন 'শেহেনশা'!  অভিনেতার এহেন আচরণের কারণ কী! সেই প্রশ্নের জবাব দিলেন স্বয়ং বিগ বি।

রবিবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির বাইকের পিছনে বসে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। ট্রাফিকের কারণে নিজের গন্তব্যস্থল শুটিং সেটে পৌঁছাতে যাতে দেরি না হয় সেই কারণেই এক অপরিচিত বাইক আরোহীর থেকে সাহায্য নিয়েছন তিনি (Amitabh Bachchan)।

দেখুন সেই ছবি...

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

সেই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে এই ছবি শেয়ার করেছন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। লিখেছেন, 'যাত্রার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে। আমি জানি না আপনি কে। তবে মুম্বইয়ের ট্রাফিক এড়িয়ে অতি দ্রুত গতিতে আপনি আমায় সাহায্য করেছেন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে।  হলুদ টি শার্ট এবং শর্টস পরা সেই ব্যক্তি আপনি সেই হন না কেন আপনাকে অনেক ধন্যবাদ'।



@endif