Lisa Haydon: তৃতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী লিজা হেডেন

সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত তৃতীয় সন্তানের আগমনের খবর শেয়ার করেননি লিজা হেডেন এবং তাঁর স্বামী দিনো লালওয়ানি। তবে শুভাকাঙ্খীদের একের পর এক মেসেজ এবং কমেন্টে লিজার মা হওয়ার বিষয়টি বেশ স্পষ্ট।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১ জুলাই: তৃতীয় সন্তানের মা হলেন লিজা হেডেন। কন্যা সন্তানের মা হলেন বলিউডের এই মডেল অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত তৃতীয় সন্তানের আগমনের খবর শেয়ার করেননি লিজা হেডেন (Lisa Haydon) এবং তাঁর স্বামী দিনো লালওয়ানি। তবে শুভাকাঙ্খীদের একের পর এক মেসেজ এবং কমেন্টে লিজার মা হওয়ার বিষয়টি বেশ স্পষ্ট। যেখানে লিজাকেও মন্তব্য করতে দেখা যায়। ছোট্ট সন্তান কোথায় বলে লিজাকে প্রশ্ন করা হলে, তার উত্তর দেন অভিনেত্রী (Actor)। এমনকী, খুদে সদস্য তাঁর কোলে রয়েছে বলেও জানান লিজা।

সম্প্রতি লিজা হেডেন জানান, তিনি এবং দিনো চার সন্তানের বাবা, মা হতে চান। অর্থাৎ লিজাকে আরও একবার আর এক সন্তানের জন্য তৈরি হবেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন:  Instagram Rich List 2021: ইনস্টায় একটি পোস্টের জন্য কত করে পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা, বিরাটরা, দেখুন

২০১৭ সালে দিনো লালওয়ানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন লিজা হেডেন। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে দিনো এবং লিজার বিয়ের আসর। বিয়ের পর থেকে বেশিরভাগ সময় বিদেশেই কাটান বলিউডের (Bollywood) এই মডেল অভিনেত্রী।