Ranbir Kapoor Throws Fan's Phone Video: নিজস্বী তোলায় অনুরাগীর মোবাইল ছুঁড়ে ফেলে দিলেন রণবীর কাপুর, দেখুন
রণবীর কাপুরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায়। অনুরাগীর সঙ্গে রণবীর কাপুরের ওই ধরনের ব্যবহার অনুচিত বলে মন্তব্য করেন নেটিজেনরা।
মুম্বই, ২৭ জানুয়ারি: রেগে গিয়ে অনুরাগীদের মোবাইল ফেলে দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) । এবার এমনই এক কাণ্ডের জেরে রণবীরকে নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়েছে। যেখানে এক ভক্তকে দেখা যায়, রণবীর কাপুরকে দেখে এগিয়ে আসতে। এরপর সেই যুবক পরপর তিনবার অভিনেতার সঙ্গে নিজস্ব তুললে, ক্ষেপে যান রণবীর কাপুর। রেগে গিয়ে এরপর ওই যুবেকর মোবাইল ফোন রণবীর ফেলে দেন বলে দেখা যায়। রণবীর কাপুরের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায়। অনুরাগীর সঙ্গে রণবীর কাপুরের ওই ধরনের ব্যবহার অনুচিত বলে মন্তব্য করেন নেটিজেনরা। তারকারা কারও সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারেন না বলেও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে অনুরাগীর পোন ফেলে দিয়ে নেটিজেনদের একাংশের তোপের মুখে রণবীর কাপুর।
আরও পড়ুন: Ranbir Kapoor, Alia Bhatt’s Video: রণবীর, আলিয়ার হাতে হাত, ভিডিয়ো ভাইরাল
View this post on Instagram
বলিউড তারকাদের সাধারণ মানুষের সঙ্গে রুঢ় আচরণ এই প্রথম নয়। এর আগে বহুবার জয়া বচ্চন (Jaya Bachchan) কখনও করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) আবার কখনও সলমন খানকে (Salman Khan) দেখা যায় অনুরাগীর সঙ্গে রুঢ় আচরণ করতে। এবার সেই তালিকায় যোগ হল রণবীর কাপুরের নামও।