Ayushmann Khurrana: শিশুদের অধিকার রক্ষায় এবার ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট আয়ুষ্মান খুরানা
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে সেলিব্রিটি অ্যাডভোকেট নিযুক্ত করল ইউনিসেফ ইন্ডিয়া। শিশুদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা রুখতে কাজ করবেন তিনি। এই #ForEveryChild নামে শিশুদের অধিকার নিয়েই প্রচার করবেন আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ইন্ডিয়ার এই উদ্যোগে বিশেষ আপ্লুত অভিনেতা বললেন, “সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে ইউনিসেফের সঙ্গে পার্টনারশিপে যেতে পারে আমি খুব খুশি। সবাই জীবনের শুভ সূচনার যোগ্য, এটা আমি বিশ্বাস করি। যেমন আমি দেখি চোখের সামনে বাড়িতে আমার ছেলেমেয়েরা খুশি মনে খেলে বেড়াচ্ছে। আমি সমস্ত ছেলেমেয়েদের কথাই ভাবি যারা কখনওই নিরাপদ শৈশব পায়নি।
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে সেলিব্রিটি অ্যাডভোকেট নিযুক্ত করল ইউনিসেফ ইন্ডিয়া। শিশুদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা রুখতে কাজ করবেন তিনি। এই #ForEveryChild নামে শিশুদের অধিকার নিয়েই প্রচার করবেন আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ইন্ডিয়ার এই উদ্যোগে বিশেষ আপ্লুত অভিনেতা বললেন, “সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে ইউনিসেফের সঙ্গে পার্টনারশিপে যেতে পারে আমি খুব খুশি। সবাই জীবনের শুভ সূচনার যোগ্য, এটা আমি বিশ্বাস করি। যেমন আমি দেখি চোখের সামনে বাড়িতে আমার ছেলেমেয়েরা খুশি মনে খেলে বেড়াচ্ছে। আমি সমস্ত ছেলেমেয়েদের কথাই ভাবি যারা কখনওই নিরাপদ শৈশব পায়নি। বাড়িতে অথবা বাইরে অত্যাচার সয়েই বেড়ে উঠেছে।” আরও পড়ুন-Kangana Ranaut vs BMC: কঙ্গনা রানাউত কাণ্ডে বিরক্ত বিশ্ব হিন্দু পরিষদ, অযোধ্যায় আর স্বাগত নন উদ্ধব ঠাকরে
অসহায় শিশুদের অধিকার রক্ষায় কাজে নামছেন অভিনেতা। সুতরাং যাতে তারা সুস্থভাবে হিংসামুক্ত পরিবেশে শৈশবের দুরন্তপনা নিয়ে শিক্ষার আলোয় বেড়ে উঠতে পারে। শিশুর অধিকার রক্ষায় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে স্বাগত জানিয়ে ইউনিসেফ ইন্ডিয়ার প্রতিনিধি ডক্টর ইয়াস্মিন আলি হক বলেন, “অভিনেতা আয়ুষ্মান খুরানাকে সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তিনি এমনই একজন অভিনেতা যিনি প্রতিটি চরিত্রের অভিনয়ের বাধাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে গিয়েছেন তিনি। এবং একই সঙ্গে প্রতিটি শিশুর অধিকার রক্ষায় সংবেদনশীল আয়ুষ্মান আবেগের সঙ্গে কাজ করেছেন। শিশুদের বিরুদ্ধে হওয়া অত্যাচার, হিংসা রুখতেই আয়ুষ্মান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর কারণে লকডাউন চলেছে। এই আর্থ সামাজিক পরিস্থিতিতে শিশুদের বিরুদ্ধে হিংসা অত্যাচারের ঝুঁকি বেড়েছে। এই সময়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সমর্থন জনসচেতনতা বাড়াতে সাহায্য করবে।”