Uorfi Javed: বিজেপি নেত্রীর অভিযোগ, ঊরফি জাভেদের মনে 'আত্মহত্যার' চিন্তা, ভয় নায়িকার

মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর অভিযোগের পর পালটা পোস্ট করলেন ঊরফি জাভেদ। বিগ বস ওটিটির প্রাক্তন প্রতিযোগী বলেন, যাঁরা তাঁরা বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁদের জন্য এবার নিজের প্রাণের ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, এই ধরনের অভিযোগ যখন তাঁর বিরুদ্ধে উঠে আসছে, সেই সময় মনে আত্মহত্যার চিন্তাও হচ্ছে বলে জানান ঊরফি জাভেদ।

Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ৩ জানুয়ারি:  এবার ফের রাজনৈতিক দলের তোপের মুখে ঊরফি জাভেদ (Uorfi Javed)। মহারাষ্ট্রের (Maharashtra) বিজেপি (BJP) নেত্রী চিত্রা কিশোর ওয়াগ ঊরফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মুম্বইয়ের রাস্তায় 'অশ্লীলতা' প্রদর্শন করছেন ঊরফি। এমনই অভিযোগ করেন চিত্রা।  মহারাষ্ট্রের বিজেপি নেত্রীর অভিযোগের পর পালটা পোস্ট করলেন ঊরফি জাভেদ। বিগ বস ওটিটির প্রাক্তন প্রতিযোগী বলেন, যাঁরা তাঁরা বিরুদ্ধে অভিযোগ করছেন, তাঁদের জন্য এবার নিজের প্রাণের ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, এই ধরনের অভিযোগ যখন তাঁর বিরুদ্ধে উঠে আসছে, সেই সময় মনে আত্মহত্যার চিন্তাও হচ্ছে বলে জানান ঊরফি জাভেদ।

ঊরফি জাভেদ বলেন, এই ধরনের মানুষদের জন্য তাঁর বেঁচে থাকার মানসিকতা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। ঊরফি আরও বলেন, তিনি কখনও কারও ক্ষতি করেননি। তাই কেন তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন ঊরফি।

আরও পড়ুন: Uorfi Javed Video: 'লিওপার্ড প্রিন্টেড' বডিস্যুটে ঊরফি জাভেদ, দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত এই প্রথমবার নয়। এর আগে আরও একবার ঊরফি জাভেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক আইনজীবী। যার পর ফুঁসে ওঠেন ঊরফি জাভেদ।



@endif